এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : আউশগ্রাম থানার শীতলগ্রামের একটি গাভী বিরল দর্শন বাছুরের জন্ম দিয়েছে । বাছুরটি ২ টি মাথা আর ৫ টি পা বিশিষ্ট । পাঁচটি পায়ের মধ্যে সামনের দিকে তিনটি আর পিছনের দিকে দুটি । যদিও জন্মানোর কিছুক্ষণের মধ্যেই বাছুরটি মারা যায় । তবে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । অদ্ভুদ দর্শন বাছুরটি দেখতে শুক্রবার সকালে গরুর মালিক বেলি মাজির বাড়িতে ছুটে আসেন আশপাশের লোকজন ।
জানা গেছে,ইতিপূর্বে আরও একটি বাছুরের জন্ম দিয়েছিল ওই গাভীটি । তখন অবশ্য সদ্যজাত স্বাভাবিকই ছিল । সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয় গাভীটি । বেলি মাজি বলেন, ‘বৃহস্পতিবার রাতে গরুটির চিৎকার শুনে গোয়ালে যাই । গিয়ে দেখি গাভীটি প্রসববেদনায় খুব কষ্ট পাচ্ছে । কিন্তু তখন আমরা প্রসব করাতে পারিনি । এদিন শুক্রবার সকালে চিকিৎসককে ডাকা হয় । তারপর চিকিৎসক ও সকলে মিলে গাভীটির প্রসব করানো হয় । তখন দেখতে পাই বাছুরের দুটি মাথা আর পাঁচটি পা ।’
জানা গেছে,বাছুরটি ছিল পুরুষ । তবে জন্মানোর অল্প সময়ের মধ্যেই ওই বাছুরটি মারা যায় । তবে গাভীটি সুস্থই রয়েছে । চিকিৎসক জানিয়েছেন, প্রসব করাতে আর কিছুক্ষণ দেরি হলেই গাভীটির প্রাণ শংসয় হতে পারতো ।।