এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : জায়গা নিয়ে বিবাদের জেরে এক গৃহবধু ও তাঁর শ্বশুরকে বেদম মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতার থানার কর্জনা গ্রামে । ঘটনার পর সুমিত্রা ঘোষ নামে ওই গৃহবধু ও তাঁর শ্বশুর গোলক ঘোষ এনিয়ে প্রতিবেশী পরিবারের ৩ জনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন ।
জানা গেছে,গোলক ঘোষদের বাড়ির পাশে একটি জায়গার দখল নিয়ে প্রতিবেশী গোপাল মালিকদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে । এনিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি হয় । এদিন সকালেও একপ্রস্ত অশান্তি বেধে যায় । গোলকবাবুর অভিযোগ, ‘এদিন সকাল থেকেই গোপাল মালিক ও তার স্ত্রী শ্যামলী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল । আমি প্রতিবাদ করলে ওরা আমার তওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে । একটা ইঁট ছুড়ে আমার মাথা ফাটিয়ে দেয় । আমার পুত্রবধু বাঁচাতে এলে তাকেও ওরা মারধর করে ।’
জানা গেছে,ঘটনার সময় গোলক ঘোষের ছেলে কোনও কাজে বেরিয়ে গিয়েছিলেন । বাড়িতে তাঁর ছিল তাঁর দুই নাবালক নাতি । শ্বশুর ও পুত্রবধুর আর্ত চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য আনে । যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । পরে তাঁরা এনিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ জানান । অন্যদিকে গোপাল মালিকের দাবি,তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ।।