এইদিন স্পোর্টস নিউজ,০৩ ডিসেম্বর : দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের মধ্যে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক আক্রমণ শুরু হয়েছে । সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে নৃশংস বর্বরোচিত ভাবে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ভারত জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । যেকারনে বিপুল অঙ্কে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেনায় তীব্র সমালোচনার মুখে পড়েন কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খান । এমনকি দেশের সাধুসন্তরাও তার সমালোচনায় মুখর হন । শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় বিসিসিআই৷
শুরুতে এসব পর্যবেক্ষণে রাখলেও এবার ভারতীয় বোর্ডও মোস্তাফিজকে না খেলানোর পক্ষেই রায় দিচ্ছে। স্কোয়াড থেকে তাকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে ।
গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স । যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছে। বোর্ডের এই নির্দেশের পর ফ্র্যাঞ্চাইজিটি এখন কী বিকল্প ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয় ।।

