দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ সেপ্টেম্বর : জন্মের ৩ দিনের মাথায় এক শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে ৷ কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকজন । কয়েকজন স্থানীয় মানুষও বিক্ষোভে যোগ দেন। রাত্রি প্রায় সাড়ে দশটা থেকে বেশ কিছুক্ষন চলে বিক্ষোভ প্রদর্শন । শেষে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
জানা গেছে,গত সোমবার সকালে নদিয়া জেলার কালীগঞ্জ থানার জলানপুর গ্রামের বাসিন্দা রিমি ঘোষ নামে এক অন্তসত্ত্বা গৃহবধুর প্রসব বেদনা হলে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালের প্রসুতি বিভাগে ভর্তি করা হয় । ওইদিন রাতেই অস্ত্রপচার করা হলে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন । বুধবার দুপুর নাগাদ বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর গলায় দুধ আটকে যায় । শিশুটি অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত স্থাস্থ্যকর্মীদের জানানো হয় ।
মৃত শিশুর মা রিমিদেবীর অভিযোগ, ‘নার্স ও আয়াদের বারবার অনুরোধ করা হলে তাঁরা ফিরেও তাকায়নি । শুধু বলেন বিকেল ৬ টার পর চিকিৎসকরা এসে দেখবেন । ওই অবস্থাতেই আমার ছেলেকে রেখে দেওয়া হয় । তারপর প্রায় সাড়ে ছটা নাগাদ চিকিৎসকরা এসে দেখেন । কিন্তু তখন আমার ছেলের শারিরীক অবস্থা খুবই খারাপ হয়ে যায় ।’
জানা গেছে,চিকিৎসক আসার পর শিশুটিকে এসএনইউ বিভাগে নিয়ে যাওয়া হয় । কিন্তু কিছুক্ষনের মধ্যেই শিশুটির মৃত্যু হয় । এই খবর পরিবারের লোকজন শুনতেই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন । ফোনে খবর পেয়ে জলানপুর গ্রাম থেকে ততক্ষণে বেশ কিছু লোকজন হাসপাতালে এসে জড়ো হয়ে যায় । শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভে স্থানীয় কিছু লোকজন যোগ দেওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । শেষে পুলিশ এসে সামাল দেয় । এই বিষয়ে কাটোয়া হাসপাতালের সুপার ধীরাজ রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বর্তমানে জরুরি কাজে বাইরে রয়েছি । অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’।