এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),২৭ আগস্ট : বেসরকারি কারখানার ভিতরে মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্প তালুকে । পুলিশ জানায় মৃতের নাম লাড্ডু রুইদাস ৷ জামুরিয়া থানা এলাকেতেই তাঁর বাড়ি । জানা গেছে,ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এনিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করলে কারখানার কিছু লোকজন ইট, লাঠি,পাথর নিয়ে তাদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ । এমনকি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠছে কারখানার কর্মীদের একাংশের বিরুদ্ধে । এরপর মৃতের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে ক্ষতিপূরণের দাবিতে ও ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় । শেষে খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । যদিও এই প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
জানা গেছে,জামুরিয়া শিল্প তালুকের বিজয়নগরে রয়েছে ওই কারখানাটি । এদিন সকালে লাড্ডু রুইদাস যখন সাইকেলে চড়ে কারখানায় কাজে আসছিলেন সেই সময় একটি মালবাহী লরির তাঁকে চাপা দিয়ে দেয় বলে অভিযোগ । লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । কারখানার শ্রমিকদের বিষয়টি নজরে পড়লে তাঁরা চিৎকার করে ওঠেন । তখন চালক লরি ফেলে চম্পট দেয় । এরপরেই ক্ষিপ্ত লোকজন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে দেয় । আর তা ঘিরে কারখানার একাংশের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের অশান্তি বেধে যায় । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে । পুলিশ জানিয়েছে,লরি চালকের সন্ধান চলেছে ।।