এইদিন ওয়েবডেস্ক,ফারুখাবাদ,০৭ নভেম্বর : জেলের মধ্যে এক কয়েদির মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের ফারুখাবাদের ফতেহগড় কেন্দ্রীয় সংশোধনাগারে । জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে বন্দিরা আচমকা ক্ষিপ্ত হয়ে তুমুল হইহট্টগোল শুরু করে দেয় । সহকারী কারাধ্যক্ষকে আটকে রেখে দিল জেলের অনান্য বন্দিরা । এমনকি কারাগার চত্বরে অগ্নিসংযোগ ও গুলি চালানোর খবরও পাওয়া গেছে । পাশাপাশি তারা জেল কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ।
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে দেখে ফারুখাবাদ জেলা থেকে পুলিশ ও পিএসি ডাকা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএম, এসপি সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ । কারাগারের ছাদে উঠে পুলিশকে লক্ষ্য করে পালটা ইঁটপাটকেল ও পাথর ছুড়তে থাকে বন্দীরা । তারই মাঝে মাঝে ভেসে আসছে গুলির শব্দ । ঘটনা ঘিরে কার্যত রনক্ষেত্রের চেহারা নিয়েছে ফতেহগড় কেন্দ্রীয় সংশোধনাগার ও সংলগ্ন এলাকা ।।