শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : লাগাতার বৃষ্টিপাত আর ডিভিসির ছাড়া জলে টইটম্বুর নদী-নালা । পূর্ব বর্ধমান জেলার ভাগিরথী,অজয়, খড়ি, কুনুর প্রভৃতি নদীগুলি প্রায় দু’কুল ছাপিয়ে প্রবাহিত হওয়ার উপক্রম । এই পরিস্থিতিতে আজ রবিবার সকাল ১১ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুড় অঞ্চলের অন্তর্গত ধেনুয়া গ্রামের কয়েকজন কিশোর মিলে গ্রামের পার্শ্ববর্তী খড়ি নদীতে স্নান করতে গিয়েছিল৷ কিন্তু স্রোতের টানে তাদের মধ্যে এক কিশোর তলিয়ে গেছে । পরে খবর পেয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ । কালনা থেকে আসে উদ্ধারকারী দল । নৌকায় চড়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা । কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে ।
জানা গেছে,নিখোঁজ কিশোরের নাম সূর্য ঘোষ(১৬) । এবারে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল । কিশোরের বাবা রবীন্দ্র ঘোষ চাষবাস করেন । তার এক মাত্র সন্তান সুর্য । ঘটনার পর থেকে রবীন্দ্রবাবু ও তার স্ত্রী কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন ।।