এইদিন ওয়েবডেস্ক,১৬ জুন : লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত “আল-আখবার” পত্রিকার একজন সিনিয়র রিপোর্টার হাসান ইলাইক দাবি করেছেন যে তালিবানরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার হাজার জঙ্গি পাঠানোর জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে ইরানকে জানিয়েছে। এই খবরটি লেবাননের সংবাদপত্র আল-আখবারকে উদ্ধৃত করে শনিবার রাতে পিআর নিউজ দ্বারা রিপোর্ট করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, তালিবান সরকার ইরানের কর্তৃপক্ষকে জানিয়েছে যে যদি সুযোগ আসে তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে এবং লেবাননের হিজবুল্লাহ এবং হামাস আন্দোলন সহ মধ্যপ্রাচ্যে তেহরানের প্রক্সি গ্রুপগুলিকে সমর্থন করার জন্য হাজার হাজার যোদ্ধা পাঠাবে। যদিও ইরান ও তালেবান কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি।
এর আগে, কাবুলে ইরানের বিশেষ প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি দাবি করেছিলেন যে আফগানিস্তান গাজা থেকে বহু দূরে অবস্থিত হলেও প্রয়োজন হলে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে, তাদের দেশ থেকে গাজার জনগণকে সহায়তা করতে সেনা পাঠানো হবে। ইরানের একটি মিডিয়ার মাধ্যমে ১৭ দিন আগে প্রকাশিত একটি লাইভ টেলিভিশন প্রোগ্রামে এই বিবৃতি দিয়েছেন কওমি। সে সময় তিনি তালিবানের শাসনাধীন আফগানিস্তানকে ‘প্রতিরোধের অক্ষের’ অংশ হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিরোধের নামে ইসলামী সন্ত্রাসবাদী দলগুলোকে সমর্থন করে।এই দলগুলো মূলত ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে সিরিয়া যুদ্ধে ইরানের “লস্কর ফাতেমিয়ুন” নামে একটি আফগান সন্ত্রাসী গোষ্ঠীকে পাঠানোর প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই বিষয়টি প্রকাশ্যে এল।।