এইদিন ওয়েবডেস্ক,বলখ,০৯ মার্চ : আফগানিস্তানের বলখ প্রদেশের তালিবানের গভর্নর মোহাম্মদ দাউদ মুজামাল তার অফিসের কাছে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন । বৃহস্পতিবার সকালে গভর্নরের অফিসের দ্বিতীয় তলার করিডোরে এই হামলাটি হয় । হামলা কমপক্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে খবর । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে । তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি । অন্যদিকে এদিন সকালে কাবুলের কাম্বার মোড়ে বিস্ফোরণে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে । যদিও তালিবান দাবি করেছে এই ঘটনায় কোনো হতাহত হয়নি ।
তালিবান পুলিশ কমান্ড একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বালখের গভর্নরের অফিসের করিডোরে দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটায়। বিবৃতিতে, তালিবান কমান্ড বলখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর কয়েক মিনিট পরে, তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও একটি টুইটে লিখেছেন যে আজ এই প্রদেশে একটি বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিকের সাথে বালখের তালিবানের গভর্নর মোহাম্মদ দাউদ মোজমাল নিহত হয়েছেন ।
তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে মোহাম্মদ দাউদ মোজমাল ফারাহ অঞ্চলে তালিবানের নামমাত্র গভর্নর ছিলেন। তালিবানের ক্ষমতায় ফিরে আসার পর, তিনি নানগারহারের তালিবানের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তারপর তালিবান নেতা হেবাতুল্লা আখুন্দজাদেহ-এর আদেশের ভিত্তিতে, দাউদ মোজমালকে এই গোষ্ঠীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিবানের সিনিয়র নিরাপত্তা ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়।বালখের তালিবানের প্রাক্তন গভর্নর কাদরতুল্লাহ আবু হামজাকে বরখাস্ত করার পর, তালিবান নেতার আদেশে মুজামালকে বলখের এই গোষ্ঠীর গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল ।
মোজমল হেলমান্দের গেরশাক জেলায় জন্মগ্রহণ করেন। তালিবানের অভ্যন্তরীণ সূত্রগুলি নিশ্চিত করেছে যে মোহাম্মদ দাউদ মুজামালকে হত্যার কয়েক মিনিট পর গোষ্ঠীর সামরিক হেলিকপ্টারে হেলমান্দের গেরশাক জেলায় নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে গত বছরে বাদাখশানের তালিবান পুলিশের কমান্ডার আব্দুল হক আবু ওমর এই প্রদেশে তালিবান পুলিশের প্রবেশদ্বারে একটি বিস্ফোরণে নিহত হন ।।