এইদিন ওয়েবডেস্ক,পাকতিয়া (আফগানিস্তান), ১৭ মে : আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের দান্দপাতান জেলায় তালিবান যোদ্ধা এবং পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে । সংঘর্ষে ছয় তালেবান যোদ্ধা আহত হয়েছে ৷ বিগত তিন দিন ও রাত ধরে পাকতিয়া প্রদেশের ডান্ডপাটান এবং আরিউব জাজি জেলার দুটি সীমান্ত এলাকায় তালিবান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছিল । বৃহস্পতিবার রাতে সংঘর্ষ ভয়াবহ আকার নিয়েছে । উভয় পক্ষ একে অপরের অবস্থানের বিরুদ্ধে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বলে আফগান সংবাদ মাধ্যমের খবর । তবে সংঘর্ষে সম্ভাব্য হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তালিবান ও পাকিস্তানের সীমান্ত কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে, বলা হয়েছিল যে পাকতিয়ার আরিউবজাজি এবং দান্দপাতান জেলায় তালিবান এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষ কমেছে ৷
প্রতিবেদন অনুযায়ী, বুধবার তালিবান ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ছয় তালেবান যোদ্ধা আহত হয়েছে।
পাকতিয়া প্রদেশের আরিউবজাজি জেলার একটি তালিবান ফাঁড়িতে পাকিস্তানি সেনাদের মর্টার ছোড়ার ফলে এই যোদ্ধারা আহত হয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,গত দুই মাসে, তালিবানরা দেশের সীমান্ত পয়েন্টে পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং কিছু ক্ষেত্রে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায়, তিন দিন আগে সীমান্ত পয়েন্টে একটি চেকপয়েন্ট নির্মাণকে কেন্দ্র করে পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে তালিবানদের সংঘর্ষ হয়।।

