এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,০৯ জুন : ফ্রান্সের একটি খেলার মাঠে ৪ শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্কের উপর ছুরি দিয়ে হামলা চালালো একজন সিরিয়ান আশ্রয়প্রার্থী । আক্রান্ত শিশুদের বয়স ২২ মাস থেকে তিন বছর পর্যন্ত । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় ৯.৪৫ মিনিট নাগাদ জেনেভা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অ্যানেসির প্লে পার্কে । আহতদের মধ্যে এক শিশুকে ছুরি দিয়ে একাধিকবার কোপায় হামলাকারী । আহতদের গ্রেনোবল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । হামলাকারী ৩১ বছর বয়সী আবদালমাশ এইচ (Abdalmash H) শিশুদের ছুরিকাঘাত করার আগে ইংরেজিতে “যিশু খ্রিস্টের নামে” চিৎকার করেছিল বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা । পুলিশ তার পায়ে গুলি করে আরও হামলা করা থেকে বিরত করে । বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে ওই সিরিয়ান যুবক । প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই হামলাকে ‘পরম কাপুরুষতা’ বলে অভিহিত করেছেন । এদিকে অ্যাভারজেন রোন আল্পস (Auvergne-Rhône-Alpes) অঞ্চলের প্রেসিডেন্ট, লরেন্ট ওয়াকুয়েজ টুইট করেছেন,’আবারও ভয়াবহ। শিশুদের ওপর এই হামলা জঘন্যতম ঘটনা । আমি ভুক্তভোগী এবং তাদের পরিবারকে আমার পূর্ণ সমর্থন জানাই। আমাদের পুলিশ অফিসারদের অভিনন্দন যে তারা আততায়ীকে গ্রেফতার করার সাহস দেখিয়েছে ।’
ফ্রান্সের একজন মুখপাত্র বলেছেন,’আবদালমাশ এইচ ২০২২ সালে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন ।’ পুলিশ বলেছে যে হামলাকারী একজন সিরিয়ান শরণার্থী । যিনি প্রথমে সুইডেনে আশ্রয় নিয়েছিলেন । পরে স্ক্যান্ডিনেভিয়ানে তিন বছরের একটি শিশু সহ তার পরিবার থাকা সত্ত্বেও সম্প্রতি ফ্রান্সে এসেছিলেন । গত বছর তিনি একজন সিরিয়ান খ্রিস্টান বলে ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন । ফ্রান্স টিভি স্টেশন বিএফএম টিভি বলেছে যে তারা হামলাকারী ব্যক্তির স্ত্রীর সাথে কথা বলেছে,যিনি বলেছিলেন যে তিনি তার স্বামীর মধ্যে হিংসার প্রবণতা কখনো দেখাননি । তার স্বামী চার মাস ধরে তাকে ফোন করেন না । তাদের মধ্যে সম্পর্ক বন্ধ হয়ে যাওয়ার পর সন্তানকে নিয়ে তিনি সুইডেনে থাকেন । কিন্তু তার স্বামী আর সুইডেনে থাকতে চান না ।
তবে এই হামলার পিছনে সন্ত্রাসবাদের যোগ আছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় ফরাসি পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।