প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুলাই : ৫০ টাকার স্ট্যাম্প পেপারে চারজনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ।মৃত ব্যক্তির নাম শরৎ সিং(৪২)।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার আশ্রমপাড়ায় ।মঙ্গলবার কালনা হাসপাতাল মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । বড়বাবু ও মেজবাবুকে আবেদন করে লেখা ওই সুইসাইট নোটটি পুলিশের হাতে তুলে দিয়েছে মৃতর পরিবার ।ঘটনায় আশ্রমপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।পুলিশ শরৎ সিং এর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কালনার আশ্রমপাড়ার বাসিন্দা শরৎ সিং পেশায় ছিলেন খেতমজুর । মৃতের আত্মীয়র রঞ্জন সিং ,তাপস হালদার ,ভাস্কর শীলরা জানিয়েছেন, সন্তানকে সঙ্গে নিয়ে শরৎ সিং এর স্ত্রী সপ্তাহ তিনেক আগে অন্যত্র চলে যান।বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তিনি তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। আর মানসিক ভাবেও ভেঙে পড়েন।বাড়িতে মনমরা হয়ে থাকছিলেন ।সোমবার বেলায় ঘরে ঢুকে দরজা বন্ধ করেন শরৎ বাবু। তারপর থেকে বিকাল গড়িয়ে গেলেও শরৎ বাবুর কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় শরৎ বাবুকে ঝুলতে দেখেন । তার পাশে পড়ে থাকে ৫০ টাকার “নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে’ লেখা সুইসাইড নোট ।নিজের মৃত্যুর জন্য সেই সুইসাড নোটে শরৎ বাবু চার জনকে দায়ী করে গেছেন। কি কারণে তিনি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তা অবশ্য সুইসাইড নোটে পরিস্কার কিছু উল্লেখ নেই । এই বিষয়ে পরিবারের লোকজনও পরিস্কার করে কিছু জানাতে পারেননি । মৃতের ভাইপো রঞ্জন সিং শুধু বলেন,’তাঁর কাকিমা চলে যাওয়ার পর থেকে তাঁর কাকা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন । সোমবার বিকালে তিনি মর্মান্তিক ঘটনা ঘটান ।।