এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : মুর্শিদাবাদের ধুলিয়ান, সামসেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দক্ষিণ কলকাতার ভবানীপুরে মহামিছিল ও পথসভা হয় শনিবার বিকেলে । সভায় বক্তব্য দিতে গিয়ে আসন্ন বিধানসভার ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জির পরিকল্পনা ফাঁস করলেন বিরোধী দলনেতা । পাশাপাশি তিনি শিক্ষক নিয়োগে প্রশ্ন বিক্রি করে মমতাকে টাকা তোলার সুযোগ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি ।
সভায় শুভেন্দু অধিকারী বলেন,’ধুলিয়ানের চন্দন দাস আর হরগোবিন্দ দাসের সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ? গরু-ছাগল-বাছুর বাড়ি থেকে নিয়ে গেছে । তার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ? সম্পর্ক একটাই… ভোটব্যাঙ্ক, তুষ্টিকরণ ৷ আবার ছাব্বিশে ফিরতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে, চুরি করতে হবে, আগে বেচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে, এবারে বেচবো প্রশ্ন । আগে তুলেছে আমার ভাইপো, কালীঘাটের কাকু কয়েশ কোটি, হাজার কোটির বেশি টাকা । পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে৷’
তিনি বলেন,’এবারে ওএমআর কিছু করা যাবে না । প্রশ্ন বেচবো,৫০০-৭০০ কোটি তুলবো আর ৫০০-১০০০ লক্ষ্মীর ভান্ডার দেবো, অভাবি হিন্দুদের ভোট নেবো । তারপরে তো আছে একদিকে মনোজ ভার্মা এবং রাজীব কুমার ৷ অন্যদিকে শওকত মোল্লা, সিদ্দিকুল্লা । ভোট লুট করবো ক্ষমতায় আসবো।’
তিনি বলেন,আবার ভোট এলে কুর্মীর সঙ্গে আদিবাসীদের লাগাবে । রাজবংশীর সঙ্গে নমঃশূদ্রদের লাগাবে । আবার ভোট হলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে । হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে । হিন্দি ভাষী ও বাংলাভাষীদের মাঝখানে প্রাচীর তুলবে । এটা হলো ওনার ব্যবসা । এই ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে হিন্দুদের জাতপাত ভুলে সনাতনীয় আদিবাসীদের একসাথে লড়তে হবে ।’।