এইদিন ওয়েবডেস্ক,মেদিনীপুর,১৮ মে : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে দুই চিত্রতারকা এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন । তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে টলিউডের নায়ক দেবকে । অন্যদিকে হিরনকে প্রার্থী করেছে বিজেপি ৷ গতবারে নির্বাচনে ঘাটাল আসনে জয়ী হয়েছেন দেব । এবারে বিজেপি আশাবাদী যে আসল ঠিকানা ছিনিয়ে নেবে । বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী । আজ মেদিনীপুর জেলার পাঁচখুরিতে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় একটি বড় ঘোষণা করলেন শুভেন্দু । তিনি বলেছেন,’২৩ তারিখ সকালে ঘাটালের প্রার্থী সম্পর্কে এমন জিনিস আমি ছাড়বো আর ঘর থেকে ওই দিন বেরোবে না । ফলো করবেন নটার সময়, সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল ।’
পাশাপাশি তিনি দাবি করেছেন যে বর্ধমানদুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইতিমধ্যেই জিতে গেছেন । শুভেন্দুর কথায়, ‘দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। দিলীপদা ফাইটার আমাদের । ওই আসনটা একটু টাই-টাই ছিল । তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপদাকে পাঠিয়েছে বর্ধমান -দুর্গাপুরে । ও ছক্কা মেরে দিয়েছে । এক লক্ষ ভোটে জিতবে ।’ সেই সাথে তিনি বলেন,’আমি ওদিকে কাঁথি আর তমলুক ফাঁকা করে দিয়েছি । আর ঘাটালের যে হিরো তাকে জিরো করবো হিরনকে দিয়ে । ২৩ তারিখ সকালে ঘাটালের প্রার্থী সম্পর্কে এমন জিনিস আমি ছাড়বো আর ঘর থেকে ওই দিন বেরোবে না । ফলো করবেন নটার সময়, সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল ।’
আজ ফের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির বিষয়ে আক্রমণাত্মক ভঙ্গি দেখা গেল শুভেন্দু অধিকারীর মধ্যে । মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন, ‘ঝাড়গ্রামের ডাক্তার…বড় দুঃখ…আমার একজন ডাক্তার চলে গেল । সুকুমার হাজদা ডাক্তার ছিল না? টোটো চালাত? শর্মিলা সরকার ডাক্তার ছিল না? টেলারিং এর দোকান ছিল? উনি যখন পদত্যাগ করাবেন…আইপিএস প্রসূন…তখন পুলিশ কমবে না । উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন… তখন ডাক্তার কমবে না । আর বিজেপির হয়ে একটা যুবক ছেলে,৩০ বছর বয়স,আরো ৩০ বছর চাকরি করলে ১৫ কোটি টাকা রোজকার করতে পারত,মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল… আ..হা..হা..হা৷’
শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নির্বাচনী মঞ্চে বসে মমতা ব্যানার্জির হাওয়াই চটিতে সেফটিপিন লাগানোকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভালো হাওয়াই চটি ছিঁড়ে সেফটিপিন লাগাচ্ছে লোকের সামনে…লে হালুয়া । গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘুরেছেন। নন্দীগ্রামের লোক টুপি পড়েনি । কিন্তু আপনাদের টুপি পরিয়ে এই দিনেন চোরটা জিতে গেছে । সব কাঁসাই নদীর বালিঘাট থেকে মাল তোলে। একটা ঘাট ভাইপোর বেনামে পাটোয়ারীকে দিয়ে রেখেছে। ভাইপোর কোম্পানি।’
শুভেন্দু উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ্বান জানান, ‘দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী । তাদের ভোট দেবেন না । কুর্মী ভাইদের লোধাশুলিতে জেল খাটিয়েছে । রাজেশ মাহাতর নেতৃত্বে কর্মীরা যারা লড়েছিল তাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে । আমি বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার বাড়িতে গেছি ।’ অন্যান্য ব্লকের মতই এদিন মেদিনীপুরের স্থানীয় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ।।

