এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ জুন : আজ রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ হতে পারে এমন সাংসদদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। আজ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী । এর আগে তিনি সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে প্রথম বৈঠক করেন । শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার অংশ হতে পারে এমন নেতাদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, পীযূষ গোয়াল, অশ্বিনী বৈষ্ণব, নির্মলা সীতারামন, জয়শঙ্কর এবং মনসুখ মান্ডাভিয়ার মতো পুরনো মন্ত্রীদের মন্ত্রীত্ব নতুন সরকারে স্থির বলে মনে করা হচ্ছে। নতুন মোদী ৩:০ মন্ত্রিসভাতে যে মুখগুলিকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে হল – অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি । চলুন দেখে নেওয়া যাক রাজ্যভিত্তক সম্ভাব্য মন্ত্রীদের তালিকা ।
রাজ্যভিত্তিক সম্ভাব্য মন্ত্রীরা
উত্তর প্রদেশ : রাজনাথ সিং,হরদীপ সিং পুরী,বি এল ভার্মা,অনুপ্রিয়া প্যাটেল,জয়ন্ত চৌধুরী,কমলেশ পাসোয়ান,এসপি সিং বাঘেল,জিতিন প্রসাদ,পঙ্কজ চৌধুরী ।
গুজরাট : অমিত শাহ,মনসুখ মান্ডাভিয়া,এস জয়শঙ্কর,নিমু বেন বামহানিয়া,সিআর পাতিল,জেপি নাড্ডা ।
বিহার : লালন সিং,নির্যানন্দ রাই,রাজ ভূষণ,চিরাগ পাসওয়ান,গিরিরাজ সিং,জিতন রাম মাঞ্জি,রমানাথ ঠাকুর,সতীশ দুবে ।
ওড়িশা : জুল ওরাম,অশ্বিনী বৈষ্ণব,ধর্মেন্দ্র প্রধান ।
কর্ণাটক : নির্মলা সীতারমন,প্রহ্লাদ জোশী,শোভা করন্দলাজে, ভি সোমান্না ।
মহারাষ্ট্র : নিতিন গড়করি,রামদাস আঠাবলে, মুরলীধর মহল,পীযূষ গোগেল, প্রতাপ রাও যাদব,রক্ষা খাডসে ।
গোয়া : শ্রীপাদ নায়েক ।
জম্মু ও কাশ্মীর : জিতেন্দ্র সিং ।
মধ্য প্রদেশ : শিবরাজ সিং চৌহান,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,সাবিত্রী ঠাকুর,বীরেন্দ্র কুমার ।
অরুণাচল : কিরেন রিজিজু ।
রাজস্থান : গজেন্দ্র সিং শেখাওয়াত,ভূপেন্দ্র যাদব,
ভগীরথ চৌধুরী,অর্জুন রাম মেঘওয়াল ।
হরিয়ানা : মনোহারলাল খট্টর । রাও ইন্দ্রজিৎ সিং ।
কৃষ্ণ পাল গুর্জর ।
কেরালা : সুরেশ গোপী ।
তেলেঙ্গানা : জি কিষাণ রেড্ডি, বান্ডি সঞ্জয় ।
তামিলনাড়ু : এল মুরুগান ।
ঝাড়খণ্ড : আজসু সাংসদ চন্দ্রশেখর চৌধুরী, অন্নপূর্ণা দেবী ।
অন্ধ্র প্রদেশ : ডাঃ চন্দ্রশেখর পেমমাসানি,রাম মোহন নাইডু কিঞ্জরাপু,শ্রীনিবাস ভার্মা ।
পশ্চিমবঙ্গ : শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার ।
পাঞ্জাব : রবনীত সিং বিট্টু ।
আসাম : সর্বানন্দ সোনোয়াল,পবিত্র মার্গারিটা ।
উত্তরাখণ্ড : অজয় তমটা ।
দিল্লী : হর্ষ মালহোত্রা ।।