এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসকের গনধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতই নয়,তোলপাড় হচ্ছে গোটা বিশ্ব । আর এই হত্যাকাণ্ডের ঘটনার পর সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার নিয়ন্ত্রণাধীন কলকাতা পুলিশ । ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন কয়েকজন রাজনৈতিক নেতাও । পুলিশের বিরুদ্ধে উঠছে প্রমান নষ্ট করার অভিযোগ । পাশাপাশি তরুনী চিকিৎসকের গনধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ এমতবস্থায় এই ঘটনায় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির প্রতিক্রিয়া তীব্র সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । এমনকি বাংলা চ্যানেলে তার হোস্ট করা দুটি অনুষ্ঠান বয়কটেরও ডাক দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসকের গনধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকেরা সৌরভ গাঙ্গুলির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন গত রবিবার ৷ প্রতিক্রিয়ায় সৌরভের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে । তিনি বলেছিলেন, ‘এটা বিচ্ছিন্ন ঘটনা,এমন ঘটনা ঘটতেই পারে । তাই বলে একটি ঘটনায় গোটা ব্যবস্থাকে দোষারোপ করা উচিত নয় । বাংলায় মহিলাদের নিরাপত্তা যথেষ্ট ভাল।তবে এই ঘটনা থেকে গোটা ব্যবস্থাকে দোষ দেওয়া ঠিক হবে না। পৃথিবীর যে-কোনও প্রান্তেই এ ধরনের ঘটনা ঘটে যেতেই পারে। কিন্তু কঠোর হাতে তার মোকাবিলা করতে হবে। ভারতে এবং বাংলায় মহিলারা অনেক সুরক্ষিত। ভারত একটি সুন্দর দেশ এবং আমাদের বাংলাও একটা ঘটনা ঘিরে সব কিছু বিচার করা ঠিক হবে না। সরকারি বা বেসরকারি যে কোনও হাসপাতালই হোক, সেখানে নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’ পাশাপাশি তিনি সিসিটিভি বাড়ানোর পক্ষেও সওয়াল করেছিলেন ।
এদিকে এত তোলপাড়ের মাঝেও তার এই প্রকার ‘তোষামোদী’ প্রতিক্রিয়ায় চরম ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা । তীক্ষ্ণ ভাষায় সৌরভের সমালোচনা করছেন তারা । ভিকু মহাত্রে লিখেছেন, ‘দুঃখিত এস গাঙ্গুলি! আজ আমি তোমার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছি । আপনার দলে ম্যাচ-ফিক্সারদের মোকাবেলা করার জন্য আমি আপনার নেতৃত্বের দক্ষতা এবং মেরুদণ্ডের বড় প্রশংসক ছিলাম৷ কিন্তু আপনি আরজি কর কলেজের ভয়ঙ্কর অপরাধকে “বিপথগামী ঘটনা” বলছেন তা দেখায় যে আপনি সেই মেরুদণ্ড হারিয়েছেন ! লজ্জা!’
আদিরাষ্ট্র লিখেছেন,’তিনি আমার বেড়ে ওঠার নায়ক ছিলেন। এখন তিনি আমার সমস্ত সম্মান হারিয়েছেন এবং ডাক্তার সম্প্রদায়ের কাছ থেকেও। আমার বলতে লজ্জা লাগছে যে সৌরভ গাঙ্গুলী এবং তার চিন্তাভাবনা নিয়ে লজ্জাবোধ করছি । দিদির সম্পূর্ণ প্রহসনে তিনি একটি কারখানার জন্য জমি পেয়েছিলেন । সাধারণ মানুষকে বোকা বানানো। লজ্জা লজ্জা শরম। ছিঃ ।’
কবিতা তেওয়ারি দেখেছেন, ‘দাদা’ থেকে ‘দালাল’ পর্যন্ত একটি যাত্রা। আপনি কি সৌরভ গাঙ্গুলী? এই ব্যক্তি, যিনি একজন অল্পবয়সী মেয়ের পিতাও, নৈতিকভাবে বিক্রি হয়ে গেছে বলে মনে হচ্ছে৷ সৌরভ গাঙ্গুলী তোমার লজ্জা লাগা উচিত । এমনকি পাকিস্তান মেডিকেল কাউন্সিলও ঘটনার নিন্দা করেছে।’ তিনি পাকিস্তান মেডিকেল কাউন্সিলের বিবৃতির কপিও পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে ।
ডঃ ধীমান ভট্টাচার্য লিখেছেন,’দাদা আপনার লজ্জা লাগা উভিত । আজকের কিংবদন্তি ঙ্গাঙ্গুলি আপনি আপনার মেরুদণ্ড এবং সম্মান হারিয়েছেন !আমি কখনই আপনার কাছ থেকে এটি আশা করিনি, আপনি আমাকে দুঃখ দিয়েছেন।’।