দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুন : মদ্যপানের প্রতিবাদ করায় নিজের মা’কে নির্মভাবে পিটিয়ে খুন করল ছেলে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দেবপুর গ্রামে । মৃতার নাম ঝর্ণা বাগদি(৫৮) । আজ শুক্রবার অভিযুক্ত ছেলে বাপি বাগদির বিরুদ্ধে ভাতার থানায় খুনের অভিযোগে একটি এফআইআর রজু করেছেন মৃতার স্বামী আনন বাগদি । এদিকে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই চম্পট দিয়েছে অভিযুক্ত বাপি । পুলিশ তার সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,দেবপুর গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর আনন বাগদি ও ঝর্ণা বাগদির তিন ছেলে । বড় ছেলে বাপি । সে একটি ঠিকাদার সংস্থায় শ্রমিকের কাজ করত । ছেলেরা সকলেই বিবাহিত । আননবাবু ও তার তিন ছেলেকে নিয়ে চারটি পরিবার একই বাড়িতে পৃথক সংসারে থাকে । বাপি বাড়িতে থাকলেই মদ্যপ অবস্থায় তার স্ত্রী অপর্নাদেবী ও ছেলেকে মারধর করে বলে অভিযোগ ।
ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে । বাপি তার একজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিজেদের ঘরে বসে মদ্যপান করছিল । বাপির বাবা আনন বাগদি বলেন,’আমি ও আমার স্ত্রী তখন সবেমাত্র মাঠ থেকে বাড়ি ফিরেছিলাম । তেতেপুড়ে মাঠ থেকে ফিরে এসে বাপিকে ঘরে বসে মদ্যপান করতে দেখে আমার স্ত্রী চরম ক্ষুব্ধ হন । ছেলেকে দু’চার কথা শুনিয়ে দেয় আমার স্ত্রী । সেই অপরাধে বাপি তার মা’কে একটা মোটা বাঁশ দিয়ে ওর প্রচণ্ড মারধর করে ।’
জানা গেছে,ঝর্ণাদেবীর প্রায় গোটা শরীরে গুরুতর আঘাত লাগে । তাঁকে রক্তাক্ত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু এদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর । প্রথমে দূর্ঘটনার কথা বলে জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে । কিন্তু এদিন স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরেই খুনি ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আনন বাগদি । এদিকে অভিযোগ দায়েরের আগে পর্যন্ত গ্রামেই ছিল বাপি । কিন্তু এদিন অভিযোগ দায়ের হতেই সে এলাকা ছাড়া হয়ে যায় ।।

