এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : বৃহস্পতিবার সকালে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । আজ শুক্রবার বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিধায়করা । শ্রদ্ধা জানান বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করাও । প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর পর বিধানসভার দু’নম্বর গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার অপরাধে তৎকালীন তার দল তৃণমূল কংগ্রেসের শাস্তির মুখে করতে হয়েছিল তাকে ।
সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘২০০৬ সালে আমি প্রথমবার বিধায়ক হয়েছিলাম৷ তখন বুদ্ধবাবু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন । বিধানসভায় ওনার বক্তব্য শুনতাম । আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন । আমার সঙ্গে ওনার প্রথম কথা হয়েছে ২০০৭ সালের ১২ই মার্চ । রাজ্যপালের ভাষনের ওপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেববাবু আমাকে হাত দিয়ে ইশারা করে ডেকেছিলেন । সেই সময় স্পিকার ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম । স্পিকার আমার কাছে মার্শাল পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান । তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছনের দরজা দিয়ে গিয়ে সেদিন বুদ্ধদেববাবুর সঙ্গে কথা বলেছিলাম । কি কথা হয়েছিল তা অনেকবার বলেছি আমি ।
এরপর তিনি বলেন,তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস শাস্তি দিয়েছিল । আজকে জিনি জেলবন্দি, তৎকালীন তৃণমূলের যিনি লেজিসলেটার অফ দা পার্টি ছিলেন,বিরোধী দলনেতা, সেই ৩০ সদস্য বিশিষ্ট তৃণমূলের বিধায়ক দলের যিনি নেতা ছিলেন, পার্থ চ্যাটার্জি, তখন উনি ডক্টরেট হননি, তার অথবা তৃণমূলের মালিকের অনুমতি ছাড়া বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম। তখন আমি জুনিয়ার এমএলএ। আর আমি যাওয়ার অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল । সেটা আজ বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে ।’
শুভেন্দু অধিকারী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করে বলেন,’বুদ্ধদেব ভট্টাচার্য একজনের সৎ ও পরিশ্রমী রাজনীতিবিদ ছিলেন । তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসাবে তার ভূমিকা রেখে গেছেন । ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, নিষ্ঠা, সহজ সরল অতি সাধারণ জীবন যাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি । তবে তার রাজনৈতিক নীতির বিরোধী আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো । কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে বিজেপি বা জাতীয়তাবাদী কোন দলের নীতি বা আদর্শের সঙ্গে কখনোই মেলেনা।’
তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার অমরত্ব কামনা করে বলেছেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বুদ্ধদেববাবুকে শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন । শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের জুড়ে এই মহান মানুষকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে। বুদ্ধবাবুর বিদেহী আত্মা অমরত্ব পাক ।’।