দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মে : মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাজির মাকে ফোনে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী । শনিবার প্রদেশ বিজেপি যুবমোর্চার তরফ থেকে একটি দল কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় দেবদত্তাদের বাড়িতে যায় । উপস্থিত ছিলেন প্রদেশ যুবমোর্চা কলেজ আউটরিচ সেলের ইনচার্জ তথা বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কার্ফা, জেলার যুবমোর্চার সভাপতি শুভদেব হাজরা, কাটোয়া নগর মন্ডল সভাপতি গৌতম মন্ডল,জেলা যুব মোর্চার সহ সভাপতি প্রদ্যুৎ ভৌমিক, অনু সরকার, তাপস হালদার, স্বরূপ মণ্ডলসহ আরো অনেক বিজেপির যুব নেতারা ।
যুবনেতা সৌমেন কার্ফা তার মোবাইল থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করে দেবদত্তার মা সেলি মাজি (দাঁ)-এর সাথে কথা বলিয়ে দেন । শুভেন্দু অধিকারী সেলিদেবীকে তার মেয়ের নজরকাড়া সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং তিনি দেবদত্তার ভবিষ্যৎ জীবনের জন্য সাফল্য কামনা করেন । সেলিদেবী বলেন,’আমার মেয়ে এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে বাড়িতে শুভেচ্ছা জানাতে আসছে । আমার খুবই ভালো লাগছে । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুও আমার মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন । সেই কারনে নিজেকে খুব গর্বিত মনে করছি ।’
দেখুন ভিডিও 👇
কাটোয়া শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা পেশায় অধ্যাপক জয়ন্ত মাজি এবং স্কুল শিক্ষিকা সেলি মাজি (দাঁ)-এর একমাত্র সন্তান দেবদত্তা । সেলিদেবী কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলে শিক্ষকতা করেন । দেবদত্তা তার মায়ের স্কুলেই পড়াশোনা করত । ৬৯৭ নম্বর পেয়ে এবারের মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছে ওই মেধাবী ছাত্রী । তার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা ।।