এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ অক্টোবর : আজ সোমবার বিকেল ৪:১৫ নাগাদ দিল্লির বিজয় ভবনে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশন । গতকাল(২৬ অক্টোবর) একটি লিখিত প্রেস রিলিজে এই খবর জানিয়েছেন কমিশনের ডেপুটি ডিরেক্টর পি পবন । যেটা গুঞ্জন যে আগামী পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গসহ দেশজুড়ে বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে আজ । এদিকে এরাজ্যের শাসকদলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগে অনিয়মের লাগাতার অভিযোগ তুল যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার এক্স-এ একটি পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সরিষা অঞ্চলের টিএমসি সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লাকে বিএলও করেছে শাসকদল । তার স্ত্রী লিয়ালা বিবি ডায়মন্ড হারবার ব্লক নং ২-এর একজন নির্বাচিত সদস্য (টিএমসি)। যদিও বিএলও-দের রাজনৈতিক পরিচয় নিয়ে কড়া বিধিনিষেধ জারি করেছে কমিশন।
ফের একবার “বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম” প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী । আজ সোমবার তিনি এক্স-এ লিখেছেন,’পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সান্দেউলির ২৪ নম্বর বুথে বিএলও (বিএলও) নিয়োগে গুরুতর অনিয়মের খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বলে পরিচিত একজন পপাড়া-শিক্ষক শুদ্ধদেব মহাপাত্রকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে, যদিও নিম্নলিখিত পদে থাকা সত্ত্বেও:-
দুইজন স্থায়ী প্রাথমিক শিক্ষক: i) ভোলানাথ কুইল্যা । পর্ব নং: ২৪ | ক্রমিক নং: ৩২২ বিদ্যালয়: বুড়হা অমরদা প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর) ii) শ্বেন্দু দোলাই৷ পর্ব নং: ২৪ | ক্রমিক নং: ৫৩৩ বিদ্যালয়: বেনাদিহা প্রাথমিক বিদ্যালয় (কেশিয়ারি) । দুইজন আইসিডিএস কর্মী:- i) অনিমা নায়েক পর্ব নং: ২৪ | ক্রমিক নং: ৫৩৭ আইসিডিএস কেন্দ্র: পুত্রাঙ্গি আইসিডিএস কেন্দ্র ii) মিনতি ঘোড়াই পর্ব নং: ২৪ | ক্রমিক নং: ৩৭৬ আইসিডিএস কেন্দ্র: সান্দেউলি আইসিডিএস কেন্দ্র ।’তিনি আরও লিখেছেন,’আমি মাননীয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -কে অনুরোধ করছি যে তিনি অবিলম্বে এই বিষয়টি বিবেচনা করুন এবং নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার জন্য একজন যোগ্য সরকারি কর্মকর্তার মাধ্যমে বিএলও-কে প্রতিস্থাপন করুন।’ তাঁর দাবি যে ভোটার তালিকায় থাকা অবৈধ ভোটারের নাম রেখে দিতেই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের এত বিরোধিতা ও দলের অনুগতদের বিএলও করছে তারা ।
প্রসঙ্গত,ভোটার তালিকায় এসআইআর-এর বিরোধিতায় এরাজ্যের তৃণমূল-সিপিএম ও কংগ্রেসের এক সুর ৷ তৃণমূলের বড়-মাঝারি-ছোট নেতারা এনিয়ে একের পর হুমকি দিয়ে যাচ্ছে । তাদের কেউ কেউ “বৈধ ভোটার”-এর নাম বাদ গেলে এরাজ্যে আগুন জ্বালানোর কথা বলছে । কেউ বলছে বিজেপির লোকেদের গায়েই আগুন জ্বালিয়ে দেবে । কিন্তু কারা বৈধ ভোটার সেটা তারা স্পষ্ট করছে না । যদিও সিপিএম কোনো রাখঢাক না করেই কার্যত অনুপ্রবেশকারীদেরও ভোটার বানানোর দাবি তুলে রাস্তায় নেমে পড়েছে । একই সুর কংগ্রেসেরও৷
তবে গতকাল সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে একটি জনসভায় শুভেন্দু অধিকারী কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তা স্পষ্ট করে দিয়ে বলেন,মৃত ব্যক্তির নাম বাদ যাবে । ইতিমধ্যে ১৩ লাখ আধার কার্ড ডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে । ডবল বা ট্রিপল এন্ট্রি নাম বাদ যাবে ৷ অন্তত ১৬ লাখ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে বলে তিনি জানান । ভুয়া ভোটার বাদ যাবে । ভুয়ো ভোটার কারা সেটা স্পষ্ট করে তিনি জানান, এপিক বানিয়েছে, কিন্তু অস্তিত্ব নেই, এগুলো হল ভূয়ো ভোটার । আর মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে এরাজ্যে আসা রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে বলে জানান বিরোধী দলনেতা ।।

