এইদিন ওয়েবডেস্ক,১০ জুলাই : কথায় বলে “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে” । এই প্রবাদটি বাস্তবিক প্রমান করে দিলেন পাকিস্থানি ফার্স্ট বোলার শোয়েব আখতার । ক্রিকেটের ময়দানে যার মুখোমুখি হতে ভয় পেতেন তাবড় তাবড় ব্যাটসম্যানরা,এবার তারই মুখোমুখি হতে হল হজের অন্যতম আমল জামরায় শয়তানকে । শোয়েবের কথায় তিনি ‘ঘণ্টায় ১০০ মাইল’ গতিতে পাথর ছুড়েছেন কাল্পনিক ওই শয়তানের দিকে ।
প্রসঙ্গত,এবছর রাষ্ট্রীয় অতিথি হিসাবে সৌদি আরবে হজ পালন করেছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার । হজ পালনের বেশ কিছু মুহুর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । তিনি জানিয়েছেন,হাজিরা আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার পর শয়তানকে মারার জন্য সেখান থেকে ছোট আকারের ২১টি পাথর সংগ্রহ করেছিলেন । পরে মিনায় পৌঁছে হাজিরা পর্যায়ক্রমে ছোট, মাঝারি ও বড় শয়তানকে তিনদফায় ৭টি করে পাথর ছুড়েছেন ।
একটি ভিডিওতে দেখা যায়, হাত মুঠো করে পাথর ছোড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে শোয়েব আখতার বলছেন, ‘ইসকো ছোড়না নেহি’ । পরে ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, আমি পাথর নিক্ষেপের গতি মাপিনি । তবে ঘণ্টায় ১০০ মাইল তো হবেই ।’।