এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ আগস্ট : শেখ হাসিনা সরকারের মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে রাতে শোবার ঘর থেকে অপহরণ করা হয়েছে । শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার স্বামী । এমন সময় কয়েকজন লোক এসে তার খোঁজ করে । পরে আট-দশজন লোক শোবার ঘরে ঢুকে জোর করে তাকে তুলে নিয়ে যায়।
অঞ্জলি রানীর অভিযোগ,সেই সময় তাদের বাড়িতে থাকা সকলের মোবাইল ফোন কেড়ে নেওয়া । চলে যাওয়ার সময় ওই লোকজন জানায়,তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ।
তিনি আরও জানান, ওই লোকজন তিনটি গাড়িতে করে আসে। এর মধ্যে একটি ছিল পুলিশের পিকআপ ভ্যান। আগত সকলের হাতেই অস্ত্র ছিল, তবে কারো গায়ে কোনো ধরনের ইউনিফর্ম ছিল না।
তবে রমেশ চন্দ্র সেনকে জামাতের জঙ্গি না সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে কিনা তা স্পষ্ট নয় । অঞ্জলি রানী উদ্বেগ প্রকাশ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সময়মতো ওষুধ না খেলে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। যদিও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ গুলফামুল ইসলাম মণ্ডল জানান,রাত সাড়ে ১০টার দিকে রমেশ চন্দ্র সেনের বাড়ি থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান । সেখানে গিয়ে দেখতে পান, ঢাকার হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়েছে। কিন্তু পুলিশ কেন তাকে দুষ্কৃতীদের কায়দায় অপহরণ করল তা স্পষ্ট নয় ।।