এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুন : সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে নিয়ে আরও একটা বিস্ফোরক তথ্য প্রকাশ্যে নিয়ে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সন্দেশখালি কান্ডে এবারে সরাসরি নাম জড়াল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এবারে সাধারণ মানুষের জমি জবরদখল করে মাছের ভেড়ি বানিয়ে সেই উপার্জনের টাকা সরাসরি তৃণমূল কংগ্রেসের ফান্ডে জমা দেওয়া হত বলে ইডি চার্জশিটে উল্লেখ করেছে । ইডি আদালতকে জানিয়েছে যে মাছ রফতানির নামে পাঁচ বছরে ১৯৮ কোটি কালো টাকা সাদা করেছেন শাহজাহান। একা জেলবন্দি তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে জেলিয়াখালিতে প্রায় ৯০০ বিঘা জমি জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে । এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার র্যাডারে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও ৫ জন । তারা হল জর্জ কুট্টি, রাবেয়া বিবি মোল্লা, প্রতাপ বিশ্বাস, জয়া সাউ ও শেখ সিরাজউদ্দিন । যদিও তারা বেপাত্তা । তাদের হন্যে হয়ে খুঁজছে ইডি ।
ইডি জানিয়েছে, ২০১৮ -২০২৩ সাল পর্যন্ত জমি দখলের টাকা তাদের দল তৃণমূল কংগ্রেসের ফান্ডে জমা পড়েছিল । শাহজাহান ও শিবু হাজরাকে জেরা করেই এই তথ্য ইডি জানতে পেরেছে বলে জানিয়েছে ইডি । ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেছেন, শাহজাহনের সংস্থা শেখ সাবিনা থেকে মাছের রফতানি করে মোট আয়ের ৯০ কোটি টাকার সিংহভাগই কালো টাকা । সোমবার শেখ শাহজাহান ও তার দুই সহযোগীকে কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয়েছিল ।শাহজাহানের আইনজীবী জাকির হোসেন তাদের জামিনের জন্য আবেদন জানান । কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত ।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা । তারপর থেকেই গাঢাকা দেয় শাহজাহান । অনেক টালবাহানার পর অবশেষে ফেব্রুয়ারির শেষের দিকে শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ ।।