দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ ডিসেম্বর : রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ধান বোঝাই ট্রাক্টর । নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরের পিছনে ধাক্কা দিল একটি যাত্রীবাহী বাস । দূর্ঘটনায় বাসের চালকের কেবিনে বসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয় । বুধবার সকাল প্রায় পৌনে ৬ নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন বাসস্ট্যান্ডের কাছে । খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । পুলিশ বাসটিকে আটক করেছে । স্থানীয়দের অনুমান রাস্তায় পড়ে থাকা কাদায় বাসের চাকা পিছল কাটার ফলেই এই দূর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে কাটোয়া-বর্ধমান রুটের ওই বাসটি কাটোয়া থেকে বর্ধমান মুখে যাচ্ছিল । কিন্তু বাসটি আমারুন বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই দূর্ঘটনার কবলে পড়ে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমারুনের কাছে কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক পথের উপর একটি ধান বোঝাই ট্রাক্ট্রর দাঁড়িয়ে ছিল । বাসের চালক সম্ভবত ট্রাক্টরটি দেখতে না পেয়ে তার সামনে এসে সজোরে ব্রেক কষে দাঁড়ানোর চেষ্টা করে । কিন্তু রাস্তায় পড়ে থাকা কাদায় বাসের চাকা পিছল কাটে । যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্ক দেয় ।
জানা গেছে,দূর্ঘটনার সময় বাসের চালকের কেবিনে ৫-৬ জন যাত্রী বসেছিলেন । তাঁরা প্রত্যেকেই গুরুতর আহত হয় । আহতদের মধ্যে অধিকাংশ ভাতারের নর্জার পেপার মিলের কর্মী । সকালে তাঁরা ডিউটি করতে যাচ্ছিলেন বলে জানা গেছে । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য সড়কপথে যানচলাচল ব্যাহত হয় । পরে পুলিশ বাসটি সরানোর ব্যাবস্থা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।।