দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ জুলাই : পাশের গ্রামে খেলা দেখতে গিয়ে মাঠের ধারে রাখা দেড় লক্ষ টাকা দামি নতুন হুণ্ডাই ইউনিকর্ন বাইক দেখে নজর আটকে যায় বছর ত্রিশের এক যুবকের । সুযোগ বুঝে সে নিজের প্রায় ১৫ বছরের পুরানো বাইকটি সেখানে রেখে নতুন বাইক নিয়ে চম্পট দেয় । কিন্তু বেশিদিন নতুন বাইক চড়ার ইচ্ছাপূরণ হলো না তার । বাইক মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেফতার করে এবং চুরি করা বাইকটি তার কাছ থেকে উদ্ধার করে । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে ধৃতের নাম চিরঞ্জীব বন্দোপাধ্যায় । তার বাড়ি কাটোয়া থানার ঘুঁটকেপাড়া এলাকার । রবিবার তাঁকে গ্রেপ্তার করে আজ সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । তবে পুলিশ জানিয়েছে, চিরঞ্জীব পেশাদার চোর নন । নতুন বাইক দেখে লোভ সামলাতে না পেরে এই কান্ড ঘটিয়ে ফেলেছেন ।
জানা গেছে, গত ৬ জুলাই কাটোয়া থানার ঘুঁটকেপাড়ার পার্শ্ববর্তী বাঁদরা গ্রামে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এক দিবসীয় নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । সেখানে নিজের পুরনো বাইক চড়ে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন চিরঞ্জীব বন্দোপাধ্যায় । চিরঞ্জীব একটা দোকানের কর্মচারী । মাঠে যাওয়ার পর চিরঞ্জীব যেখানে বাইকটি রেখেছিলেন তার পাশেই ছিল স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ নামে এক যুবকের হুণ্ডাই ইউনিকর্ন বাইকটি । খেলা চলাকালীন চিরঞ্জীব নিজের বাইকটি ফেলে রেখে সুব্রত ঘোষের বাইক নিয়ে পালিয়ে যায় । তারপর পুরনো বাইকের নাম্বার প্লেট লাগিয়ে বহাল তবিয়তে সে চুরি করা নতুন বাইকের চড়তে শুরু করে । এদিকে হুণ্ডাই বাইকের মালিক কাটোয়া থানার দ্বারস্থ হয় । তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর চুরি যাওয়া বাইকের সন্ধানে নামে কাটোয়া থানার পুলিশ । এরপর রবিবার চিরঞ্জীব চুরি করা বাইকে চড়ে কাটোয়ার গৌরাঙ্গবাড়ি আশ্রমে পুজো দিতে গেলে পুলিশের হাতে সে বমাল ধরা পড়ে যায় ।
কিন্তু নতুন বাইকের চাবি ছাড়াই কিভাবে স্টার্ট করলো সে ? জানা গেছে, পুলিশের এই প্রশ্নের উত্তরের ধৃত চিরঞ্জীব জানিয়েছেন যে বাইকের মেন সুইচের তার কেটে সরাসরি ব্যাটারি লাইন জুড়ে বাইকটি স্টার্ট করে সে তাতে চড়ে বাড়ি ফিরে আসে । মাঝরাতে ফের সে বাঁদরা গ্রামের মাঠে যায় নিজের বাইক আনতে । আর তখনই তার নজরে পড়ে সুব্রতবাবু গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজের বাইকটি খোঁজাখুঁজি করছেন । চিরঞ্জীবও তাদের সঙ্গে বাইক খোঁজার ভান করেন। পরে সুব্রতবাবুরা কাটোয়া থানায় অভিযোগ জানাতে এলে চিরঞ্জীবও নিজের পুরনো বাইক নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায় । পুলিশের জেরায় ধৃত যুবক আরও জানায় যে বাড়িতে ফিরে আসার পর পুরনো বাইকের নম্বর প্লেট খুলে চুরি করা বাইকে লাগিয়ে দেয় এবং পরের দিন থেকে বহালতবিয়তে সে চুরি করা বাইক চালাতে শুরু করে । তবে সে চুরি করা বাইকটি নিজের বাড়িতে রাখত না । প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে প্রতিদিন ৩০ টাকা হিসাবে ঘর ভাড়া ঘর নিয়ে সেই ঘরেতে চুরি করা বাইকটি রাখত বলে ধৃতকে জেরা করে জানতে পেরেছে পুলিশ ।।