এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মে : কলকাতার ‘শান্তি নষ্টের’ আশঙ্কায় আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত ৬০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে । শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানান কলকাতার নগরপাল বিনীত গোয়েল । নগরপালের সেই বিজ্ঞপ্তির কপিটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য মন্তব্য করেছেন,এই পদক্ষেপটি মমতা ব্যানার্জির নার্ভাসনেসের লক্ষণ ৷ অমিত মালব্য লিখেছেন,’ভীত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত ৬০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন। বৃহত্তর কলকাতা অঞ্চলে পয়লা জুন ভোট হবে এবং ২৮ মে শহরে রোডশো করবেন প্রধানমন্ত্রী মোদী । কলকাতা অঞ্চলে তার রাজনৈতিক পুঁজির স্খলন সম্পর্কে সচেতন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছেন – কলকাতা পুলিশের আড়ালে লুকিয়ে আছেন ! অনাগত ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপটি তার নার্ভাসনেসের লক্ষণ ।’
কলকাতার নগরপালের নির্দেশে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া গেছে যে সহিংস বিক্ষোভ জনসাধারণের শান্তির ব্যাপক বিঘ্ন ঘটতে পারে এবং শান্তি ভঙ্গ হতে পারে । এমন এলাকাগুলো হল বাউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা । ফৌজদারি কার্যবিধির কোড ১৯৭৩(১৯৭৪ সালের আইন ২),১৪৪ ধারার উপ-ধারা (১) এর অধীনে আমি মনে করি যে কলকাতা শহরে নিম্নলিখিত সময়সূচীতে কোনো সমাবেশ/মিটিং/মিছিল/ধর্না/বিক্ষোভের অনুমতি না দেওয়ার জন্য উক্ত ধারার অধীনে এগিয়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে , যাতে বৃহত্তর জনস্বার্থের পরিপ্রেক্ষিতে উল্লিখিত এলাকায় শান্তি ভঙ্গ, জনসাধারণের শান্তি বিঘ্নিত হওয়া অবিলম্বে প্রতিরোধ নিশ্চিত করা যায়;এখন, তাই, ফৌজদারি কার্যবিধি,১৯৭৩ (১৯৭৪ সালের আইন ২) এর ১৪৫ ধারার উপ-ধারা (১) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে উক্ত ধারার উপ-ধারা (৩) সহ পঠিত, আমি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল মেট্রোপলিটন এলাকার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় (কলকাতার শহরতলির সীমার মধ্যে কলকাতা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে) এতদ্বারা ২৮.০৫.২০২৪ থেকে ২৬.০৭.২০২৪ বা পরবর্তী নির্দেশ পর্যন্ত ৬০ (ষাট) দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করছি ।।