এইদিন ওয়েবডেস্ক,ভাতাড় (পূর্ব বর্ধমান),১৪ জুলাই: পরিবেশ বাঁচানোর চ্যালেঞ্জ । লক্ষ্য সবুজায়নের। এই লক্ষ্য নিয়েই রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ‘ নামে পরিবেশপ্রেমী সংস্থা। ভাতাড় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর ভাতাড় বাজার ও বলগোনা বাজারে পদযাত্রা করা হয়। অনুষ্ঠানে ও পদযাত্রায় সামিল হন বাংলা সিরিয়ালের অভিনেতা সৌভিক চক্রবর্তী। ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বিভাগীয় বনআধিকারিক সোমনাথ চৌধুরী, ভাতাড় পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ শেখ সফিকুল আলম, ভাতাড় পঞ্চায়েতের উপপ্রধান অমিত হুই, নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী, বিশিষ্ট শিক্ষক স্বপনকান্তি চৌধুরী এবং পার্থ সরকার সহ বিশিষ্টজনরা।
উল্লেখ্য ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড ‘ নামে এই পরিবেশপ্রেমী সংগঠনটি রাজ্যের বিভিন্ন জেলাতেই পরিবেশ রক্ষার জন্য বনসৃজনে উদ্যোগী হয় সংস্থার সভাপতি আবু আজাদ জানিয়েছেন এবছর অরন্য সপ্তাহ উপলক্ষ্যে ‘মিশন ভাতাড়’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই লক্ষ্য নিয়ে ভাতাড় থানার প্রতিটি গ্রামে অন্ততঃ কয়েকটি করে বৃক্ষচারা রোপণ করা হবে। প্রায় ১৫ হাজার বৃক্ষচারা এই মরশুমে রোপনের লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন পদযাত্রার পাশাপাশি পথচারীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।
অনুষ্ঠানে অভিনেতা সৌভিক চক্রবর্তী স্বরচিত কবিতা পাঠ করে শোনান। তাঁর কবিতার মধ্যেও উঠে আসে পরিবেশ রক্ষার বার্তা। জেলা সহকারী বন আধিকারিক সোমনাথ চৌধুরী বলেন,” এবছর পূর্ব বর্ধমান জেলাবনবিভাগ থেকে ছয় লক্ষ বৃক্ষচারা বিতরণ ও রোপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, জনপ্রতিনিধিদের মাধ্যমেও গাছের চারা বিতরণ ও রোপন করা হবে। এনিয়ে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।” ভাতাড়ের অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্যোক্তাদের ভূয়শ্রী প্রসংশা করেন অভিনেতা সৌভিক চক্রবর্তী।।