এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : ধর্ম অবমাননার নামে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা । একের পর এক ঘটে যাচ্ছে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, খুনের ঘটনা । প্রাণ বাঁচাতে কোটি কোটি মানুষ পালিয়ে আসছেন ভারতে । ফলে বাংলাদেশের হিন্দু এখন নিশ্চিহ্ন হওয়ার মুখে । সাম্প্রতিক নড়াইলের ঘটনা ফের একবার দেখিয়ে দিল বাংলাদেশের হিন্দুরা কি নির্মম অবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন । এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের হস্তক্ষেপের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এনিয়ে বিদেশমন্ত্রকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ।
তাতে তিনি বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত বাংলাদেশের হিন্দুরা ভয়ে বাস করছেন । তাঁরা প্রতিনিয়ত ভয়ে থাকেন আবার কবে আক্রমণ হবে । এই সভ্য সমাজে এটা চলতে পারে না । আমি আপনাকে হাত জোড় করে এই ভয়াবহ পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি । বাংলাদেশের হিন্দুদের বাঁচান । আপনার হাতে যে কূটনৈতিক এবং অন্যান্য উপায়ই থাকুক না কেন, দয়া করে এটি ব্যবহার করে একটি বার্তা পাঠান যে এই ধরনের সাম্প্রদায়িক হিংসা কখনই গ্রহণযোগ্য নয় ।’
এরপর তিনি লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুরা আপনার দিকে তাকিয়ে আছে। আমি শুধু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে বলছি না, অনেক বাংলাদেশী হিন্দু আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন । তাঁরা সাহায্যের জন্য আবেদন করেছেন ।’
শুভেন্দু অধিকারী জানান, ২০২১ সালের অক্টোবরে দুর্গাপূজা প্যান্ডেল, হিন্দু মন্দির ও হিন্দুদের সম্পত্তি সব ভাংচুরের ঘটিনার মতই একইভাবে গত ১৫ জুলাই নড়াইলে হিন্দুদের বাড়ি,মন্দিরে হামলা চালানো হয়েছে । দুই ক্ষেত্রেই ধর্মনিন্দার অভিযোগ তোলা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘ইসলাম চরমপন্থী ও কট্টরপন্থীরা ষড়যন্ত্র করে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা শুরু করেছে । এই ধরনের ঘটনা গোটা দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে যা সমগ্র হিন্দু সম্প্রদায় এবং বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাস করতে পারে ।’
এদিকে নড়াইলের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন । তিনি টুইটারে লিখেছেন, ‘নড়াইলে এটা ছিল হিন্দুদের উপর পূর্ব পরিকল্পিত হামলা। কোনো অপরাধী গ্রেফতার হয়নি । কিন্তু আক্রান্তদের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে । নড়াইলের লোহাগড়া উপজেলার সাহাপাড়া গ্রামে ৩টি বাড়িঘর, কয়েক ডজন দোকানপাট ভাংচুর বা পুড়িয়ে দেওয়া হয়েছে । তোমার লজ্জা করা উচিত হাসিনা !’