এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১২ ফেব্রুয়ারী : একে কোভিড বিধির কারনে দীর্ঘ দু’বছরের অধিক সময় ধরে অচলাবস্থা চলেছে । তার উপর পুরসভাগুলিতে এতদিন ধরে নির্বাচন না করে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে । ফলে পুরসভার কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে বলে অভিযোগ । তাই বকেয়া বেতনের দাবিতে শনিবার বাঁকুড়া জেলার সোনামুখী পুরসভার গেটে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন পুরসভার শতাধিক অস্থায়ী কর্মী ৷ তাঁদের সঙ্গে সামিল হন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীও । পুরভোটের ঠিক মুখেই বকেয়া বেতনের জন্য পুরকর্মীদের বিক্ষোভের জেরে বেজায় অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।
সোনামুখী পুরসভার অধীনে প্রায় দুই শতাধিক অস্থায়ী কর্মী কর্মরত রয়েছেন বলে জানা গেছে । পুরসভার গাড়ির চালক রাজু অধিকারী,পুরকর্মী শ্যামল ব্যানার্জীরা বলেন,’দীর্ঘ দিন ধরে আমাদের বেতন অনিয়মিত হয়ে গেছে । এতদিন ধরে দু’মাসের মধ্যে এক মাসের বেতন বকেয়া রেখে একমাসের বেতন ধরিয়ে দেওয়া হচ্ছিল । মাস তিনেক আগে সেটাও বন্ধ হয়ে যায় । এদিকে আমাদের প্রভিডেন্ট ফান্ড বাবদ ২৪ মাসের টাকা কেটে নেওয়া হয়েছে । অথচ ওই ২৪ মাসের বেতন তো আমরা পাইইনি সেই সঙ্গে পিএফের টাকাও জমা পড়েনি বলে জানতে পেরেছি । তাই আমরা বকেয়া বেতনের দাবিতে এদিন সমবেত হয়ে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছি । আমাদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে না দেওয়া হলে তালা খুলতে দেবো না ।’
এদিন পুরসভার অস্থায়ী কর্মীদের সঙ্গে কয়েকজন প্রাক্তন পুরকর্মীকেও সামিল হতে দেখা যায় ।সোনামুখী পুরসভার অবসরপ্রাপ্ত প্রধান করণিক কৃষ্ণচন্দ্র গড়াই বলেন,’আমরা নিয়মিত পেনশন পাচ্ছি না । পেনশন না পাওয়ায় সংসার চালাতে পারছি না । এমনকি নিজের ওষুধ পর্যন্ত কিনতে পারছি না । খুব সমস্যার মধ্যে পড়েছি ।’ তিনি বলেন,’পুরসভার আয়ের থেকে ব্যায় বেশি । আমাদের বেতন বা পেনশনের ৮০ শতাংশ টাকা রাজ্য সরকার দেয় । ২০ শতাংশ দেয় পুরসভা । পুরসভা ওই ২০ শতাংশ টাকাও দিতে পারছে না । এদিকে সরকারও টাকা পাঠাচ্ছে না ।’
কৃষ্ণচন্দ্রবাবুর অভিযোগ,’দীর্ঘদিন ধরে পুরসভার নির্বাচন না করে শাসকদল যাকে তাকে প্রশাসক বসিয়ে দিচ্ছিল । সেই প্রশাসক এসে অপ্রয়োজনীয় খরচ করে ফেলার কারনে পুরসভার অর্থনৈতিক অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে । সেই কারনে আমাদের পেনশন, স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পারছে না পুরসভা ।’
বকেয়া বেতনের দাবিতে এদিন পুরসভার সমস্ত কর্মীরা মূল গেটে তালা ঝুলিয়ে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন । বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পুরসভাকে তালা বন্ধ রেখে দেওয়ার হুমকিও দেন তাঁরা । পুর কর্মীদের দাবি প্রসঙ্গে সোনামুখী পুরসভার প্রাক্তন পৌর প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায় বলেন,’এখন পুরসভার বোর্ড নেই । পুর নির্বাচনের পর বোর্ড গঠন হলে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করবো ।’ এদিকে তৃণমূল শাসিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি । বিজেপির সোনামুখী নগর মন্ডলের প্রাক্তন সভাপতি তথা সোনামুখী পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শম্পা গোস্বামীর অভিযোগ, ‘তৃনমূল পরিচালিত পুরসভায় কার্যত লুটপাট চলেছে । তাই এতদিন কর্মীদের বেতন দিতে পারেনি ।’ অভিযোগ প্রসঙ্গে বিষ্ণুপুরে আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ মুখার্জী বলেন, ‘বিজেপি কোনও কাজ করে না । মানুষের পাশে যায় না । বিজেপির কথার কোনও গুরুত্ব নেই ।’।