প্রিয়া,
কেমন আছিস তুই?
আজও কি তোর খোঁপায় গুজে রেখেছিস জুঁই?
শুনতে কি পাস?
মেঘের তেজস্বী আভাস?
আসবি কি ছাদে? এই অবেলা,
দেখতে মনমুগ্ধকর মেঘের খেলা!
আয় না চলে, আজ কাটাবো দু’জন
সুন্দর মধুর একটি বেলা!
আজ সারাটা দিন থাকবো
দু’জন দু’জনার পাশে!
আক্রোশী মেঘের ছায়াসঙ্গী হয়ে
তার স্পর্শকে ভালোবেসে।
মেঘের রিনিঝিনি সুর
কত ছন্দময় মাধুরী মেশানো হয়!
তারই আনন্দে বেজে ওঠে গীত
ভেসে যায় ওই হিমালয়।
আমরা দু’জন হাতে-হাত রেখে,
বর্ষার নব জলে করবো অবগাহন!
সব ব্যথা ভুলে, জোড়া আঁখি তুলে
দেখবো মেঘের সব আয়োজন।
আঁধার ভেদিয়া তড়িৎ খেলে
রুপালি আলোর নানান সাজে!
আয় না চলে, নৃত্যে গানে হারিয়ে যাই
মেঘের ওই ভাঁজে ভাঁজে!
ইতি
তোর প্রেম