শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জুন : স্ত্রী দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন । সেই সঙ্গে বিষয় সম্পত্তি নিয়েও সমস্যা চলছিল । তার জেরে মানসিক অবসাদে দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুবাজপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী । মৃতের নাম পরমানন্দ হাজরা(৬১) । শনিবার সকালে ভাতার থানার কুলনগর গ্রামের কাছে ভাতার-মালডাঙ্গা রোডের পাশে একটি দিঘির জল থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
জানা গেছে, কুবাজপুর গ্রামের বাসিন্দা পরমানন্দ হাজরা পূর্ত দপ্তরের হেডক্লার্ক পদে কর্মরত ছিলেন ৷ গত বছর জানুয়ারি মাসে তিনি অবসর নেন । বাড়িতে রয়েছেন স্ত্রী ও বৌদি । পরমানন্দবাবুর একমাত্র মেয়ের অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে । জামাই কেশবচন্দ্র দে বলেন, ‘আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন । পাশাপাশি শ্বশুরমশাইদের পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল । এই কারনে শ্বশুরমশাই বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । আমি ও আমার স্ত্রী ওনাকে বোঝাতাম । কিন্তু উনি আত্মহত্যা করবেন বুঝতে পারিনি ।’ তিনি জানিয়েছেন,এদিন সকালে শ্বশুরমশাই ভাতার বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন । তার বেশ কিছুক্ষন পরে বাড়িতে খবর আসে ভাতার বাজারের কাছে কুলনগর গ্রামের একটি দিঘির জল থেকে ওনার দেহ উদ্ধার হয়েছে ।
স্থানীয় সুত্রে খবর, কুলনগর গ্রামের কাছে ভাতার-মালডাঙ্গা রোডের পাশে একটি দিঘি রয়েছে । এদিন সকালে ওই দিঘির জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয় গ্রামবাসীরা । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে আনে । পরে ওই বৃদ্ধের পরিচয় জানতে পেরে বাড়িতে খবর দেয় পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।।