এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ(উত্তর দিনাজপুর), ১২ জুন : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল টাটা সুমো গাড়ির চালকসহ ৪ জন যাত্রীর । মৃতদের নাম প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, দুলালি সরকার, বুলারানি সরকার। গুরুতর আহত হয়েছে আরও ৮ জন । আহতদের মধ্যে রাজকুমার সরকার নামে একজনের অবস্থা আশঙ্কাজনা বলে জানা গেছে । হতাহতদের বাড়ি রায়গঞ্জের জগদীশপুর এলাকায় । দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে ১০ টা নাগাদ রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায়।
জানা গেছে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা নিহত মহিলা বুলারানি সরকারের মেয়ের বিয়ে হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ইটাহারের হরিরামপুর গ্রামে । বছর দুয়েক আগে বুলারানিদেবীর মেয়ের বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল । অশান্তি মেটাতে একাধিকবার সালিশি সভাও বসানো হয় । কিন্তু তাতেও কোন কাজ হয়নি । মেয়ের শ্বশুরবাড়িতে ফের অশান্তি শুরু হলে মিটমাট করে দিতে গ্রামের এক পঞ্চায়েত সদস্যসহ পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে একটি টাটা সুমো গোল্ড গাড়িতে চড়ে মেয়ের শ্বশুরবাড়ি হরিরামপুরে যাচ্ছিলেন বুলারানিদেবীরা । তাদের গাড়িটি রায়গঞ্জ বাইপাসের জাতীয় সড়ক ধরে বাঙ্গার এলাকায় আসতেই ইটাহার থেকে ডালখোলা গামী একটি বেপরোয়া গতির লরি গাড়িটির মুখোমুখি সজোরে ধাক্কা দেয় । এতজোরে সংঘর্ষ হয় যে সুমো গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায় । এদিকে বিকট শব্দ পেয়ে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আছে পুলিশ । পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায় । সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় । রাতেই আহতদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু আজ বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ২ জনের ।।