এইদিন ওয়েবডেস্ক,কৃষ্ণনগর,০৪ মে : সন্দেশখালির ত্রাস বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে । শাজাহান ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে মহিলাদের পার্টি অফিসে থেকে গণধর্ষণ, আদিবাসী গ্রামবাসীদের জমি জায়গা জোর করে দখল নিয়ে করে নেওয়া,খুন এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ উঠেছে । শেখ শাহজাহান ছাড়াও তার ডান হাত বলে পরিচিত শিবু হাজরা, উত্তম সরদার, শাহজাহানের ভাইসহ একাধিক তৃণমূল নেতা বর্তমানে জেল হেফাজতে। লোকসভা ভোটের মুখেই সন্দেশখালি কান্ডে চরম স্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
এরই মাঝে আজ শনিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ভিডিও সহ হ্যাসট্যাগ সন্দেশখালি এক্সপোজড ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। মূলত তৃণমূলই এর পেছনে আছে বলে অভিযোগ বিজেপির । ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওতে সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গেছে যে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগটি নাকি শুভেন্দু অধিকারীর পরিকল্পিত রণনীতি । অবশেষে ওই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা । তিনি ভিডিওটি ‘ভাইপো আর আই প্যাক এর কাঁচা স্ক্রিপ্ট’ বলে মন্তব্য করেছেন ।
নদীয়া জেলার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে আজ শনিবার রাতে পলাশিপাড়ায় একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী । ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজ একটা ভিডিও ছেড়েছে । সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে। পিড়িত মহিলারা বলছে না, অত্যাচারিত মহিলারা বলছে না, মাঝরাতে পিঠে তৈরির নাম করে যাদের তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না । ভাইপো, একটা কাঁচা স্ক্রিপ লিখেছেন আপনি। আপনারা টেনিয়া আছে তমাল বলে নাম । আগের টাইমস নাও তে কাজ করতো । পরে একটা পোর্টাল খুলেছে । যার পোর্টাল উদ্বোধন করতে গিয়েছিল মমতা ব্যানার্জি । সব রেকর্ড আছে। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছে, তমালকে আগে তুলতে হবে, রুলের বাড়ি দিলে সব উগরে দেবে । ভাইপো আর আইপ্যাক-এর কাঁচা স্ক্রিপ্ট ওই ভিডিওটি । কেউ খাবে না । এবার আর ভোটে তোমাদের যেতে হবে । পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে চোরেদের তাড়াতে হবে।’।