দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ ডিসেম্বর : সড়ক পথের দু’পাশে পূর্ত দপ্তরের জায়গার উপর গুমটি বসিয়ে বা অস্থায়ী ঘর নির্মান করে ব্যাবসা করে পরিবারের অন্নসংস্থান করে আসছিলেন বেশ কিছু ব্যাবসায়ী । কিন্তু সম্প্রতি জায়গা খালি করার জন্য পূর্ত দপ্তরের তরফ থেকে নোটিশ করা হয়েছে ৷ ফলে অতান্তরে পড়ে গেছেন ওই সমস্ত ব্যাবসায়ীরা । তাই স্থায়ী বাজার নির্মাণের দাবি তুলে বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভে বসলেন নিত্যানন্দপুর চটি হকার্স ইউনিয়নের সদস্যরা । পরে ইউনিয়নের পক্ষ থেকে এনিয়ে পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয় ।
জানা গেছে,ভাতার থানার অন্তর্গত বলগোনা বাজারে বলগোনা-গুসকরা সড়ক পথের দু’ধারে বসে দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছেন বেশ কিছু হকার । এখন ওই সড়ক পথটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর । তাই জায়গা খালি করে দিতে দপ্তরের তরফ থেকে ব্যাবয়ায়ীদের নোটিশ করা হয়েছে ৷ নিত্যানন্দপুর চটি হকার্স ইউনিয়নের সম্পাদক আয়ূব মণ্ডল জানিয়েছেন, তাঁদের হকার্স ইউনিয়নে প্রায় ৬০ জন্য সদস্য রয়েছেন । মার্কেট নির্মানের জন্য ইউনিয়নের পক্ষ থেকে ১৪ কাঠা পরিমান জায়গাও কিনে রাখা আছে । কিন্তু মার্কেট নির্মান করার মত আর্থিক সঙ্গতি নেই তাঁদের ইউনিয়নের । তিনি বলেন, ‘আমরা সরকারি নির্দেশ উপেক্ষা করতে পারি না । আমরা চাই এতগুলো ব্যাবসায়ী ও তাঁদের পরিবারের স্বার্থে এগিয়ে আসুক প্রশাসন । ইউনিয়ন থেকে কেনা জায়গার উপর সরকারি খরচে একটি মার্কেট নির্মান করে দেওয়া হোক । অন্যথায় আমাদের পরিবার নিয়ে পথে বসতে হবে ।’ এই বিষয়ে প্রশাসনের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলি ।।