অভিষেক চৌধুরী,কালনা,০২ ফেব্রুয়ারী : দুর্ঘটনার কবলে পড়লো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি । অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মাথায় ও পায়ে গুরুতর চোট পান তিনি।অন্যদিকে সভাপতির ওই গাড়ির সঙ্গেই একটি মোটর সাইকেলের ধাক্কা লাগলে বাইক চালকও কমবেশি আহত হোন।এরপরেই ওই বাইক চালককে বর্ধমান হাসপাতালে ও সভাপতিকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়।
স্থানীয় ও পঞ্চায়েত সমিতি সূত্রে জানা যায় যে,মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা তার স্করপিও গাড়িতে চেপে বর্ধমান যাচ্ছিলেন।সেইসময় কুসুমগ্রাম-বর্ধমান রোডে বসন্তপুরের কাছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি মোটর ভ্যানের চালককে বাঁচাতে গিয়ে উল্টোদিক থেকে ধেয়ে আসা অন্য আর একটি মোটরবাইকের সঙ্গে স্করপিও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । এরপর সভাপতির গাড়ি নয়ানজুলিতে গিয়ে উলটে পড়ে । অন্যদিকে বাইকসহ ছিটকে পড়ে বাইক চালক । এই ঘটনার জেরে ওই মোটরবাইক চালক আহত হন । অন্যদিকে মাথায় ও পায়ে গুরুতর চোট পান সভাপতি প্রতিমা সাহা। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা । হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় সভাপতি প্রতিমা সাহা বলেন,‘মিটিংয়ে বর্ধমান যাচ্ছিলাম।রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি মোটর ভ্যানের চালক মালপত্র বাঁধাবাঁধি করছিলেন । সেই সময় দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে লোকটি ছিটকে আমার গাড়ির সামনে চলে আসে । আর তাঁকে বাঁচাতে গিয়ে আমার গাড়ির চালক ডানদিকে গাড়িটি ঘোরালে উল্টো দিক থেকে একটি মোটর বাইক সামনে চলে আসে । ধাক্কা লাগলে ওই বাইক চালক আহত হয়।অন্যদিকে আমার গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে জমিতে নেমে যায় । আমার মাথায় ও পায়ে খুব জোরে আঘাত লাগে।’
এই বিষয়ে কর্মাধ্যক্ষ শুভাশীষ ভট্টাচার্য ও শিশির ঘোষরা বলেন,‘খুব বড়োসড়ো বিপদ হয়ে যেতে পারতো । সৌভাগ্যবশত সভাপতির গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে গিয়ে একটি মাটি কাটার খালে আটকে যায় । তাই বড় কিছু ঘটেনি । চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থাই স্থিতিশীল।’।