এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মে : স্বামীর ওপর রাগারাগি করে শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিলেন বছর পঁচিশের এক গৃহবধূ । নিখোঁজ হওয়ার প্রায় আড়াই মাস পর সন্তান সহ ওই বধূকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ । জানা গেছে, বধুর শ্বশুরবাড়ি ভাতার থানার বিজিপুর গ্রামে । ভাতারের বলগোনায় তাঁর বাপের বাড়ি । বছর তিনেকের একটি সন্তান রয়েছে তাঁর । বধুর অভিযোগ,তাঁর স্বামী প্রায়ই তাঁর ওপর নির্যাতন করতেন ।
পুলিশ সুত্রে খবর,গত ১০ ফেব্রুয়ারী বধুর সঙ্গে তাঁর স্বামীর অশান্তি হয় । তারপরেই শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বধু । প্রথমে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন । কিন্তু শেষ পর্যন্ত বধুর কোনও সন্ধান না পেয়ে পরের দিন ভাতার থানায় একটি নিখোঁজ ডাইরি করেন বধুর বাবা চৌধুরী সিরাজুল হক । এরপর বধুর সন্ধান চালাতে শুরু করে পুলিশ । শেষে কালনা থানা এলাকায় দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাড়ি থেকে সন্তানসহ ওই বধুকে উদ্ধার করে ভাতার থানার পুলিশ । রবিবার বধুকে বর্ধমান আদালতে তোলা হয় ।।