স্বাধীনতা, স্বাধীনতা….
স্বাধীনতা শুধু মোবাইল ফোনে.
স্বাধীন হয়েছে হিন্দি সিনেমা,
স্বাধীনতা রোজ শুনি ব্যান্ডের গানে.
ভালোবাসায় অবাধ স্বাধীনতা,
মনটা হারায় পরকীয়া প্রেম টানে.
“স্বাধীন হয়েছে দেশের মানুষ” বলো সবে কানে কানে…….
স্বাধীনতা, স্বাধীনতা….
স্বাধীনতা আজ মনেতে দেয় যে দোলা,
স্বাধীনতা মানে বুকের বোতাম খোলা.
স্বাধীনতা মানে কোলগেট ঘষা হাসি,
দিল মাঙ্গে মোর আমরা ভারতবাসী..
স্বাধীনতা, স্বাধীনতা….
মন্ত্রীরা পেল দুর্নীতির স্বাধীনতা,
প্রশাসন চলে অর্থের মোহে, ছিঁড়ে আইনের পাতা.
স্বাধীনতা মানে সীমান্তে সন্ত্রাস,
ধর্মের নামে চলে আজও হানাহানি
রাস্তায়-ঘাটে, টিভি-সিনেমা তে সেক্স নিয়ে মাতামাতি,
আমি বোকা তাই মুখ বুঝে একে কালচার বলে জানি……
স্বাধীনতা, স্বাধীনতা….
স্বাধীনতা, স্কুল, কলেজ কিংবা শিক্ষা ব্যবস্থায়,
শিক্ষাকে নিয়ে যত করো গবেষণা,
শিক্ষার কোন মেরুদন্ডই নাই…
স্বাধীনতা মানে ফুটপাতে শোয়া মায়ের কোলে শিশু, স্বাধীনতা মানে যেখানে সেখানে ধর্ষিতা এক নারী,
স্বাধীনতা মানে বেকারত্বের জ্বালা.
স্বাধীনতা. তুই কোথা থেকে এলি….! আমি মন্ত্রী চেলা….
স্বাধীনতা ,স্বাধীনতা….
স্বাধীনতা আজ গাও সবে জীবনের জয়গান……
এ দেশেতে আছে যত নেতা, সবাই তো মহান,
ওরা দেশ অন্তপ্রাণ …..
সংগ্রামী সব শহীদ যারা তারা কি আসবে ফিরে?
ওদের নিয়ে চেঁচামেচি করে জীবন চলবেনা রে…….
স্বাধীনতা ,স্বাধীনতা….
স্বাধীনতার সাত দশক পরে,
আজও মানুষ দিন মরে অনাহারে….
তবু স্বাধীনতা দিতে হবে তুমি জেনো,
খাতায়-কলমে দেশের প্রতিটি ঘরে…