ভোরের আকাশ আলো করে
ওঠে যে এক রবি,
তুমি ও কি তারই মতন
জগত জোড়া কবি?
তোমার লেখা কবিতা ছড়া
লেখা ও গানে গানে,
কিছু বুঝি কিছু বা বুঝিনা
সময়ের আবর্তনে।
একটু যদি দাও গো মোরে
আশীষ ভরা হাত
শিখব আমি অনেক কিছুই
নইলে কুপোকাত।
রবি ঠাকুর মহান কবি
আজি জীবন পথে
দাঁড়িয়ে ছিলাম তব আশে
দেখবো স্বপ্ন রথে ।।