বসন্তের প্রলাপ অশ্রু চোখে,
সুখের আদল ভাঙলো শেষে,
জ্যোৎস্নার মুখে,শুনি তোকে,
প্রেমের রঙে বিচ্ছেদ মেশে।
সমুদ্রের বুকে আবেগ যত,
বৃষ্টির কাহিনী আকাশ জানে,
মনের ঘরে জমেছে ক্ষত,
দখিনা বাতাস খবর আনে।
বিলুপ্তর পর্যায়ে সাহায্য তোর,
দোষের হিসাব ওজন মাপে,
আধভাঙা মানুষ পায় জোর,
জ্বলছে জীবন স্মৃতির তাপে।
ইচ্ছার পাহাড় সঙ্কট মুখে,
আমার অস্তিত্বের নেই দাম,
তুই মত্ত এখন নতুন সুখে,
পৃথিবী আমার কাছে জাহান্নাম।