মিথ্যে সম্পর্কের বোঝা নিয়ে বৃথায় মরি রোজ
ভাই-বোনের বন্ধন হায় স্বার্থের শুধু খোঁজ!
মিছে শুধুই মরো ভেবে পুত্র-কন্যার জন্য
বৃদ্ধকালে বোঝা তুমি, করে তোমায় অমান্য!
সময় থাকতেই সরিয়ে ফেলো অন্ধ প্রেম-প্রীতি
কর্তব্য শুধু মানুষ করা, ওইটুকুই জেনো রীতি।
সব পুঁজি বিলিয়ে দিয়ে শূন্য করেছো হাত
বিপদ এলে মিত্র-কুটুম কেউ দেবে না সাথ।
নিজের কথা ভেবে রেখো যৎ সামান্য পুঁজি
পুঁথি-বিদ্যা শিক্ষা সবার কে বা কতো বুঝি?
মা-বাবা সবার উপর, জানি ঈশ্বরও তাদের পরে
তবুও কেন ফুঁপিয়ে মরে তাঁরা ঘরে ঘরে!
তাই বলি আর কেউ মরো না বৃথায় মিছে মিছে
অন্ধ প্রেম ত্যাগ করো আজই ভেবো না অধিক পিছে।
বাঁচার মত বাঁচতে হবে যতদিন আছে শ্বাস,
নিজের মনকে সাজিয়ে রেখে ফুটুক নতুন আশ।।