ঘন ধূসর কুয়াশার চাদরে
সূর্য রয়েছে আচ্ছাদিত।
না জানি কত কথা রয়েছে,
জমানো হৃদয়ের অন্দরে।
ভোরের হিমেল দক্ষিণা
বাতাসে,শিশিরে সিক্ত সবুজ বিস্তীর্ণ ঘাসে,
পাখিদের কলতানে—
খুঁজি আমি তোমায়
যায় না ছোঁয়া, যায় না ধরা
ঝাঁপসা এক আঁধার
স্মৃতির পাতায় রয়েছো তুমি বিবর্ণ হয়ে।
পাতা ঝরার এসেছে দিন
হৃদয় হয়েছে বিদীর্ণ
দূর প্রান্তে বার্ধক্যের ঝাঁপসা
ক্ষীণ মিটমিট আলোয় ;
পত্র বিহীন বৃক্ষের পরে
একাকী বসে রয়েছে বিহঙ্গ।
চারিদিক নিস্তব্ধ, নিঝুম
অপেক্ষা করে থাকে কখন
ঘন কুহেলিকার আচ্ছাদন খানি
সরিয়ে পূব আকাশে উঁকি দিবে সূর্য।।