আকাশে মেঘ ঘনিয়ে এলো
বইছে বাতাস এলোমেলো
উথাল পাথাল মাতাল হাওয়া
গাছ গাছালির এলিয়ে যাওয়া
ত্রাহি ত্রাহি রবে সবে পালায় ছুটে….
ঝড় উঠেছে, ঝড় উঠেছে।
মাঠের মাঝে আলের ধারে
চিন্তিত চাষী মেঘের ভারে
ঝড় -বৃষ্টির প্রলয় নাচন
লিখবে যে তার মরণ বাঁচন
তাই ভেবে তার ঘুম গেছে ছুটে…..
ঝড় উঠেছে, ঝড় উঠেছে।
কালো মেঘের বুকটি চিরে
বকের সারি উঠছে ধীরে
পাগল হাওয়া বাঁধছে ডানা
উড়তে যেন করছে মানা
গরু বাছুর সব পালায় ছুটে….
ঝড় উঠেছে, ঝড় উঠেছে।
পাকা বাড়ির জানালায় ঝড়
উদাস মনে কবিতার ভর
ভাঙ্গা মাটির কুঁড়েঘরে
গৃহবাসীর অশ্রু ঝরে
সুখ আনন্দ সব পালায় ছুটে….
ঝড় উঠেছে, ঝড় উঠেছে।
মুক্ত বেণী পিঠের পরে
দমকা হাওয়ায় যায় যে উড়ে
বন্যা আনে মনের মাঝে
ঝড়ের রাতের অভিসারে
ঝড়ের সাথে মন পালায় ছুটে….
ঝড় উঠেছে, ঝড় উঠেছে।।