হঠাৎ দেখে চিনতে পারছো? আজ ভীষণ অচেনা মুখ
ভালোবাসলে ভোলা যায় ? ভালোবাসা এখন অসুখ
আমাকে আর মনে পড়ে? পড়ে একটু মাঝে মাঝে
রাতে কাউকে গল্প বলো? ছেলে শোনে সকাল সাঁঝে
অন্ধকারে আঁতকে ওঠো? ভয় লাগেনা আলোয় থাকি
স্বপ্নগুলো কোথায় এখন? মনের খামে সাজিয়ে রাখি
ঘুরতে যেতে ইচ্ছে করে ? করেনা আর আগের মতো
জায়গাগুলো মনে আছে? এখন ওসব স্মৃতির ক্ষত
কবিতা লেখ খাতা ভরে? লিখিনা আর খালিই আছে
শব্দের উপর খুব অভিমান? অনুভূতিই হারিয়ে গেছে
কারো কথায় লুকিয়ে কাঁদো? চোখে এখন রঙ মাখি
মন খারাপে একলা লাগে? সময় কোথায়, ব্যস্ত থাকি
ঘুমের অভ্যাস আছে তেমন? এখন উঠি সবার আগে
অবসরে গান শোনো আর? নাহ্ শুনিনা, ক্লান্ত লাগে
হলুদ শাড়ি আজও কি প্রিয়? পছন্দ নেই ,সবই পরি
নিশ্চয় খুব সুখেই আছো? বেঁচে থেকেও রোজই মরি
বছর পাঁচেক পরে কথা? ভালো থেকো এখন আসি
যাবার আগে শুনতে যদি ?আর বোলোনা ভালোবাসি
অতীত নিয়ে ভাবো না আর?এড়িয়ে গেছি ইচ্ছে করে
কিছু কথা কি বাকি ছিলো? বলার ভাষাই গেছে মরে
সেই পিছুটান নেই আর?এগিয়ে চলাই উচিত বোধহয়
নতুন ঘর বুঝি খুব প্রিয়? যা দেখো তা সবই অভিনয়
এখনও আছে কফির নেশা? এখন তো চা’ও ছেড়েছি
জীবন কি খুব বদলে গেছে? বদলে গেছে সময়’সূচী
আগের মত পড়ার ঝোঁক?আর ডাকেনা বইয়ের মেলা
শব্দেরা আর স্পর্শ চায়না ? পাল্টে গেছে জীবন খেলা
বেলাশেষের আদর চাও না ? ঘড়ির কাঁটা সময় গোনে
অপেক্ষারা মৃত বুঝি আজ? হিসাব মেলাই ঘরের কোণে
জানালা দিয়ে তাকিয়ে থাকো? বন্ধ কাঁচে পর্দা টানা
আকাশ দেখার ইচ্ছে হয় না? চোখের সামনে সামিয়ানা
বসন্ত এখনও প্রিয় ঋতু? বৃষ্টি’জল আজ ভীষণ আপন
শিমুল পলাশ পছন্দ নয়? আবেগ বাড়ায় মেঘের কাঁপন
খুব কি ছিলো যাবার তাড়া? পিছু ফিরে তাকাইনি আর
একটু যদি দাঁড়িয়ে যেতে? ভয় ছিলো খুব, সন্ধ্যে হবার
হোঁচট খেলে আঙ্গুল খোঁজো ? অনেকটাই আজ স্বনির্ভর
এখন আমি কেউ নই আর? সবাই আপন আমিই পর
কি পেয়েছে জানতে পারি? কিছুই যে নেই বলার মতো
সুখ দুঃখের গোপন কথা? ও সব তো আজ ব্যক্তিগত।।