তুমি বীর , তোমরা সর্বত্যাগী সন্ন্যাসী,
জীবন উৎসর্গ মানবসেবায় হে মঠবাসী।
ভারত সেবাশ্রম সঙ্ঘ, প্রণব মঠ পথ প্রদর্শক
মহাজাগরণ মহামিলন মহাসমন্বয় মহামুক্তির,
কার সাধ্য, করে অপমান তোমায় ! তোমরা সত্যের পূজারী।
দুর্ভিক্ষ, মহামারীতে প্রাকৃতিক বিপর্যয়ে কর প্রাণপাত দিনরাত্রি
দীন দুঃখী ক্ষুধার্ত অসহায়দের সহায় সম্বল আহার দান, আশ্রয়ী।
ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য্যে আদর্শ মানুষ, সমাজের হিতকারী ,
তবে কেন, ধর্মকে আশ্রয় করে , নোংরা খেলায় রাজনীতি?
নীতি যখন দুর্নীতি হয় ,অপরাধ হয় অন্যায় ।
স্বার্থপর ক্ষমতালোভীর মিথ্যা প্রচারে কি বা এসে যায়?
মনুষ্যত্ব মানবতার বিসর্জনে সমাজ কখন হয় শ্মশান?
গণপ্রতিবাদ যখন নি:শ্চুপ থাকে, জ্ঞানী বুদ্ধিজীবীরা কখন কঙ্কাল!
হে মনিষী তোমরা সমাজ সংস্কারক , থেমো না কখনো গন্তব্যে,
মানুষের ভক্তি, গুরু মহারাজের আশীষবারি সর্বদা সাথে থাকবে।
হে ঋত্বিক কর্মের মহাযজ্ঞে থাকিও চিরকাল অবিচল,
মানুষ বুঝবে ঠিক একদিন, মানবতায় ধর্ম, মনুষ্যত্বই সম্বল….

