আমার জন্য পারবে দিতে তুমি ?
কুয়াশা ঘন একটা শীত সকাল
পাশাপাশি হাঁটবো অনেক দূর
স্মৃতি মালায় রইবে চিরকাল।
আমার জন্য না হয় দিয়ো তুমি
চৈত্রের ওই একটি সন্ধ্যা
সেই সন্ধ্যায় উঠবে যখন ঝড়
কুড়াবো আম,শিলা বৃষ্টিতে ভিজে।
সেই ঝড়ে তে চিত্ত আকুল হলে
আকুলতা রেখো মনের কোনে।
আমার জন্য দিয়ো শরতের ভোর
দুজনে মিলে শিউলি তুলবো গিয়ে
শিউলির ওই সুবাস মেখে গায়ে
গাইবো মোরা আগমনীর গান।
আমার জন্য না হয় দিলে তুমি!
পৌষ মাসের সেই মিঠে রোদ্দুর
দুজনে মিলে রোদ পোয়াব বসে
বাজবে পাশে কবিগুরুর গান।
আমার জন্য না হয় দিলে তুমি
ফাগুন মাসের একটি জোৎস্না রাত
হালকা করে রাখলে না হয় তুমি
আমার হাতের ওপর তোমার হাত।
অনেক কিছুই চায় যে অবুঝ মন
জানি কিছুই হবে নাকো পাওয়া
ভালোবাসাই ধারণ করে মনে
অনুভবে তৃপ্তির স্বাদ পাই।
শূণ্যতার স্বাদ যদি পায় মন
একাকিত্ব নয় তো প্রাসঙ্গিক
শূণ্যতার ভাঁজে থাকে গল্প
সেই গল্প হয় তো কাল্পনিক।।