এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুন : আজ শুক্রবার সর্বসম্মতিক্রমে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ-র ১৮ তম লোকসভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়েছেন নিশীথ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, পবন কল্যান,একনাথ শিন্দেসহ সমস্ত শরিকদল । এনডিএ-এর প্রতিটি শরিক দলই নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করেন । এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান বলেন,’মানুষের মধ্যে আপনাকে নিয়ে উৎসাহ দেখে গর্ব হয় ।’ বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রমান করতে গেলে চিরাগকে তিনি সন্তানস্নেহে বুকে জড়িয়ে ধরেন । ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
প্রসঙ্গত,চিরাগ পাসওয়ান নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “হনুমান” বলে অবিহিত করেন । প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো মন্তব্য করার সময় তিনি “আমার প্রধানমন্ত্রী” বলে সম্বোধন করেন । প্রধানমন্ত্রীর প্রতি চিরাগের এই শ্রদ্ধা বোধ ও আবেগ ব্যাপকভাবে প্রশংশিত হয় সোশ্যাল মিডিয়ায় । আজ শুক্রবার সংসদীয় দলের নেতা নির্বাচন অনুষ্ঠানেও চিরাগ পাসওয়ানের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আবেগ ঝড়ে পড়ে ।
চিরাগ পাসওয়ান বলেন,’আমি আমার প্রধানমন্ত্রী আদরনীয় শ্রী নরেন্দ্র মোদীজীকে অভিনন্দন জানাচ্ছি । আপনার জন্য এনডিএ এই বিশাল জয় পেয়েছে । এটা আপনার জন্যই হয়েছে,স্যার । আপনার মধ্যে সেই ইচ্ছা শক্তি ছিল যার ফলে এই ঐতিহাসিক বিশাল জয় সম্ভব হয়েছে। এটা কোন সামান্য বিষয় নয় যে লাগাতার তিনবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ-এর এত বড় বিজয় সম্ভব হলো । আমরা যখন নিজের নিজের এলাকায় যাই তখনো আপনাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখি তা আমাদের সবারই জন্য গর্বের বিষয় ছিল । আমাদের নেতা এমন একজন নেতা যার প্রতি জনতার বিশ্বাস আছে।’
তিনি আরও বলেন,’আপনার জন্যই স্যার, আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আজ ভারত বিশ্বের পঞ্চম আর্থিক শক্তি হল শুধু আপনার জন্য । ভারতের জনতা, স্যার, আপনার উপর পুরো বিশ্বাস আছে । আপনার ইচ্ছা শক্তির জোরে শহর ও গ্রামের মধ্যে দূরত্ব দূর হয়ে যায় । আপনার ইচ্ছাশক্তিতে ধনী এবং দরিদ্রদের মধ্যে বিভেদ দূর হয়ে যায় । আপনার ইচ্ছা শক্তিতে ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার আমরা স্বপ্ন দেখি । আর এরপর ভারতকে বিকশিত দেশ করার লক্ষ্যে আপনি আমাদের এগিয়ে নিয়ে যাবেন ।’।