প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জুন : বিষধর গোখরো সাপ ডেরা বেঁধে ছিল হাসপাতালের ওষুধের ষ্টোররুমে। যাকে দেখা যেতেই মঙ্গলবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের কর্মী মহলে ।পরে সাপটিকে স্টোররুপ থেকে উদ্ধার করে বড় কৌটোয় ভরার পর স্বস্তি ফেরে হাসপাতাল কর্মীদের। সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।
কালনা হাসপাতাল কতৃপক্ষের কথায় জানা গিয়েছে,হাসপাতালের এক কর্মী এদিন সকালে ষ্টোর রুম থেকে ওষুধ আনতে যান ।ষ্টোর রুমের দরজা খুলতেই বিষধর সাপটি তাঁর চোখে পড়ে । ওষুধের স্টোররুমে সাপ রয়েছে জানাজানি হতেই হাসপাতাল কর্মী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এরপরেই কালনা নাবাসী এক সাপ ধরার ওস্তাদকে হাসপাতালে ডাকে আনা হয়।তিনি স্টোররুম থেকে সাপটিকে ধরে একটি বড় কৌটোয় ভরে ফেলেন ।ওই ওস্তাদ জানান সাপটি একটি গোখরো সাপ। হাসপাতালের সুপার অরুপ রতন করন বলেন,‘হাসপাতালের ষ্টোর রুম থেকে উদ্ধার হওয়া সাপটি ওই ওস্তাদ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।’।