এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৩ অক্টোবর : আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ ফের লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হল পাকিস্তানকে । আজ সোমবার চেন্নায়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ২২তম ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটে জিতেছে। পাকিস্তানের বিপক্ষে ৮ ম্যাচে এটাই আফগানিস্তানের প্রথম ওয়ানডে জয় । চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আফগানিস্তানের মাত্র ৪ জন খেলোয়াড় পাকিস্তানের খেলা শেষ করে দেয় এবং নির্ধারিত ৫০ ওভারে লক্ষ্য পূরণ করে ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে। পাকিস্তানের পক্ষে আবদুল শফিক ৫৮, অধিনায়ক বাবর আজম ৭৪, শাদাব খান ও ইফতেখার আহমেদ ৪০ রান করলেও অন্য কোনো খেলোয়াড় বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি । আফগানিস্তানের সামনে জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য রাখে পাকিস্তান ।
পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের তিন ওপেনার দুর্দান্ত ৫০ করেন । আফগানিস্তানের ২১ বছর বয়সী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৫৩ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন । তার ইনিংসে ছিল ১ টি ছক্কা এবং ৯ টি চার । রহমানুল্লাহ গুরবাজের ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান ১১৩ বলে ৮৭ রান করেন । দুজন আউট হওয়ার পর রহমত শাহ ও অধিনায়ক শাহিদি নেতৃত্ব দিয়ে পাকিস্তানের খেলা শেষ করেন। রহমত শাহ ৭৭ ও অধিনায়ক শাহিদি ৪৮ রান করেন। সব মিলিয়ে পাকিস্তানকে হারিয়েছেন এই চার খেলোয়াড় । আফগানিস্তান ৬ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ২৮৬ রান করে । বিশ্বকাপে এটি পাকিস্তানের তৃতীয় পরাজয়। প্রথমে ভারত, তারপর অস্ট্রেলিয়া এবং এদিন আফগানিস্তানের কাছে পরাজিত হল বাবর আজমের দল । এরপর পাকিস্তানের যে কোনো ম্যাচ হারলে সেমিফাইনাল থেকে ছিটকে যাবে ।।