এইদিন ওয়েবডেস্ক,২ জুলাই : পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে । এমনকি তাকে থানায় নিয়ে গিয়ে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদও করা হয় । এদিকে গ্রেফতারির খবরের মাঝে রাহাত ফতেহ আলি খানের একটি ভিডিও সামনে এসেছে, যাতে তিনি ব্যাখ্যা করছেন যে এরকম কিছুই হয়নি। আরও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার শত্রুরা যা ভাবছে সেরকম কিছুই হয়নি ।
পাকিস্তানি গায়ক বলেছেন,’আমি আমার গান রেকর্ড করতে দুবাই এসেছি। সবকিছু ঠিক আছে। গুজবে কান দেওয়ার দরকার নেই। শত্রুদের কথা নিয়ে কিছু মনে করবেন না, আমি শীঘ্রই আমার শহরে ফিরে আসব এবং একটি সুপারহিট গান দিয়ে আপনাদেরকে অবাক করে দেব । বিশ্বের সমস্ত আমার ভক্তদের আছে অনুরোধ এই ধরনের কদর্য গুজবে কান দেবেন না । নিজেদের সময় নষ্ট করবেন না ।’
তবে গায়ক বিষয়টি উড়িয়ে দিলেও পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ দুবাই পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে গায়ক রাহাত ফতেহ আলি খানকে তার প্রাক্তন ম্যানেজার সালমান আহমেদের মানহানির অভিযোগে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে । রাহাতের প্রাক্তন ম্যানেজার আহমেদ তার বিরুদ্ধে দুবাই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দিয়েছেন । কয়েক মাস আগে বিরোধের জেরে আহমেদকে বরখাস্ত করেছিলেন রাহাত। এছাড়া রাহাত ও আহমেদ দুজনেই একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন ।।