• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানে ইউটিউবার- সাংবাদিকসহ ৭ জনের ‘দ্বিগুণ’ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 

Eidin by Eidin
January 3, 2026
in আন্তর্জাতিক
পাকিস্তানে ইউটিউবার- সাংবাদিকসহ ৭ জনের ‘দ্বিগুণ’ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৩ জানুয়ারী : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, টিভি অ্যাঙ্কর হায়দার রাজা মেহদি, বিশ্লেষক মোঈদ পীরজাদা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা আকবর হোসেনকে ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগে প্রত্যেককে “দ্বিগুণ” যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । শুক্রবার (০২ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন এটিসি’র বিচারক তাহির আব্বাস সিপরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৯ মে পাকিস্তানে সংঘটিত দাঙ্গা–হাঙ্গামা সংশ্লিষ্ট মামলায় এই রায় দেওয়া হয়। ওইদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গার সময় সরকারি ও সামরিক স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়।

এদিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ওই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হিংসা উসকে দেওয়া, সহায়তা করা ও তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ‘ডিজিটাল সন্ত্রাসে’ জড়িত ছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে ।

আদালত সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় তাদের অনুপস্থিতিতে বিচার (ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া) শেষে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে পরিচালিত হয় এই বিচার কার্যক্রম।আদালতের আদেশ অনুযায়ী, আদিল রাজা, ওয়াজাহাত সাঈদ খান, শাহীন সেহবাই ও হায়দার রাজা মেহদির বিরুদ্ধে ইসলামাবাদের রামনা থানায় মামলা দায়ের করা হয়। অপরদিকে সাবির শাকির, আকবর হোসেন ও মোঈদ পীরজাদার বিরুদ্ধে মামলা ছিল আবপাড়া থানায়।

রায়ে আদালত ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা তাতে সহায়তা’ এবং ‘ফৌজদারি ষড়যন্ত্র’—এই দুই অভিযোগে প্রত্যেককে দুটি করে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রতিটি অপরাধের জন্য পাঁচ লাখ রুপি করে জরিমানাও ধার্য করা হয়েছে।

এছাড়া পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ১২১-এ ধারা অনুযায়ী, প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ অর্থ জরিমানা করা হয়েছে। এই ধারাটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে পিপিসির ১৩১ ধারায় (সেনা সদস্যদের বিদ্রোহে প্ররোচনা বা দায়িত্ব থেকে বিচ্যুত করার চেষ্টা) আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পাকিস্তানি মূদ্রা জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ১৯৯৭-এর অধীনে তিনটি পৃথক অভিযোগে প্রত্যেককে তিন দফায় পাঁচ বছর করে কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অপরাধে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও দিতে হবে।

আদালতের আদেশে বলা হয়েছে, কোনো অপরাধের জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দণ্ডের সঙ্গে আরও ছয় মাসের কারাদণ্ড যুক্ত হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৮২-বি ধারার সুবিধা দেওয়া হয়েছে, অর্থাৎ আগে আটক অবস্থায় কাটানো সময় সাজা ভোগের মেয়াদ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে সব সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদালত আরও জানান, দণ্ডপ্রাপ্তদের ইসলামাবাদ হাইকোর্টে সাত দিনের মধ্যে আপিল করার অধিকার রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্তরা ধরা পড়লে তাদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠাতে।

মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ২৪ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর রাজা নাভিদ হোসেনকায়ানি এবং অভিযুক্তদের পক্ষে আদালত নিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গুলফাম আশরাফ গোরাইয়া ।।

Previous Post

‘ব্যাঙের রাজপুত্র’ : একটানা ৩০ বছর ধরে কাচের কারখানায় কাজ করার প্রভাব, ব্যাঙের মতো মুখ হয়ে গেছে এক ব্যক্তির 

Next Post

বিশ্ব ব্যাঙ্কে সর্বাধিক ঋণ নেওয়া ১৫ দেশের তালিকার শীর্ষে আর্জেন্টিনা, পাকিস্তান ও বাংলাদেশ যথাক্রমে তৃতীয় ও অষ্টম স্থানে ; জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষে ভারত

Next Post
বিশ্ব ব্যাঙ্কে সর্বাধিক ঋণ নেওয়া ১৫ দেশের তালিকার শীর্ষে আর্জেন্টিনা, পাকিস্তান ও বাংলাদেশ যথাক্রমে তৃতীয় ও অষ্টম স্থানে ; জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষে ভারত

বিশ্ব ব্যাঙ্কে সর্বাধিক ঋণ নেওয়া ১৫ দেশের তালিকার শীর্ষে আর্জেন্টিনা, পাকিস্তান ও বাংলাদেশ যথাক্রমে তৃতীয় ও অষ্টম স্থানে ; জিডিপি প্রবৃদ্ধির হারে শীর্ষে ভারত

No Result
View All Result

Recent Posts

  • ধাক্কা দিয়ে না পালিয়ে গুরুতর আহত সাইকেল আরোহী কিশোরকে নিয়ে হাসপাতালে ছুটলেন মালবাহী গাড়ির চালক 
  • “প্রধানমন্ত্রী গ্রাম যোজনা”য় নির্মীয়মান রাস্তায় লাগানো হয়েছে “পথশ্রী প্রকল্প” ব্যানার- প্রতিবাদে সরব বিজেপি
  • দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের মধ্যে বাংলাদেশি মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল বিসিসিআই 
  • ind vs nz : আজই টিম ইন্ডিয়া ঘোষণা, পন্থের উপর ঝুলছে খাঁড়া, শামি-ঈশান কিষাণ কি সুযোগ পাবেন ?
  • “আমরাই এসআই সন্তোষকে জীবন্ত পুড়িয়ে মেরেছি” : থানায় ওসির সামনে বসেই কবুল করল কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.